এ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের থেকে ৫০০/- টাকা করে নেয়ার বিষয়ে তদন্ত
এ্যাসাইনমেন্টের নামে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০/- টাকা করে নেয়ার বিষয়ে তদন্তকরণ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি। বাংলাদেশ টেলিভিশনে প্রকাশিত সংবাদ এর ভিত্তিতে এ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের থেকে ৫০০/- টাকা করে নেয়ার বিষয়ে তদন্ত শুরু করার বিষয়ে এই তথ্য প্রকাশ করে মাউশি।
বরগুনা জেলার আমতলী উপজেলাধীন কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এ্যাসাইনমেন্টের নামে প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে ৫০০/- (পাঁচশত) টাকা করে আদায় করছে মর্মে বাংলাদেশ টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়েছে।
এ প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তাঁকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়ােগ দেয়া হয়েছে।
এমতাবস্থায়, উল্লিখিত বিষয়ের আলােকে বিষয়টি ০২(দুই) কর্ম দিবসের মধ্যে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন এ অধিদপ্তরে দাখিলের জন্য নির্দেশক্রমে তাঁকে অনুরােধ করা হলাে।
উল্লেখ্য, ইতােমধ্যে বিধিবহির্ভূতভাবে টাকা আদায় করে থাকলে তা সংশ্লিষ্টদের দ্রুত ফেরত দেয়ার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে উপরােধ করা হলাে।
আপনার জন্য আরও কিছু তথ্য:
দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।