এমপিওভুক্তির জন্য ৭৭০ জন ডিগ্রী ৩য় শিক্ষকের তালিকা প্রকাশ
২০১০ সালের পরে এবং ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে নিয়োগপ্রাপ্ত ৩য় শিক্ষকদের এমপিওভুক্তকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এমপিওভুক্তির জন্য ৭৭০ জন ডিগ্রী ৩য় শিক্ষকের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ০৭ নভেম্বর ২০২১ অধিদপ্তরের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়।
(১) শিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং- ৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০১, ২০১৭.২৬২; তারিখ: ২০/০৯/২০২১খ্রি.
(২) শিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং- ৩৭.০০.০০০০.০৭৪.০২, ০১৭১৮.৫৩; তারিখঃ ০৪/০৩/২০১৯খ্রি.
(৪) মাউশি অধিদপ্তরের সূত্র নং- ৩৭.০২.০০০০.১০৫.৯৯.০০৯.২০১৯/২০৩৪; তারিখঃ ২৭/০৫/২০১৯ খ্রি.
(৫) মাউশি অধিদপ্তরের পত্র নং- ৩৭.০২.০০০০.১০৫.৯৯.০০১.২০১৯/১৬৭৩; তারিখ: ০৪/১১/২০২১ খ্রি.
মাউশি উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এমপিওভুক্তির জন্য ৭৭০ জন ডিগ্রী ৩য় শিক্ষকের তালিকা ও নির্দেশনায় বলা হয়-
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের ১নং সূত্রস্থ পত্র মােতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৫.৯৯.০০৯.২০১৯/২০৩৪; তারিখ: ২৭/০৫/২০১৯ মুলে প্রস্তাবিত বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে নিয়ােগপ্রাপ্ত ৮৪১ জন ৩য় শিক্ষককে শর্তসমূহ পুরণ সাপেক্ষে এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মলণালয় হতে অনুরােধ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও শর্তে বলা আছে যে, ১৯ অক্টোবর ২০১৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৩.০৮, ০০৬.১৬-৩৫৪ নং পত্রের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখের মধ্যে নিয়ােগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে।
সে মােতাবেক ০৪/০২/২০১০ তারিখের পর থেকে ৩১ ডিসেম্বর/২০১৬ তারিখ পর্যন্ত গভর্নিং বডি কর্তৃক নিয়ােগপ্রাপ্ত ৭৭০ জন (সংযুক্ত তালিকা) ডিগ্রি (পাস) পর্যায়ে |
তৃতীয় শিক্ষককে নিমােক্ত শর্তে অনলাইনে এমপিওতে অন্তর্ভুক্তির বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে;
(১) শিক্ষা প্রতিষ্ঠানটির ডিগ্রি স্তর এমপিওভুক্ত থাকতে হবে;
(২) নীতিমালা অনুযায়ী ৩য় শিক্ষকের নিয়ােগকালীন কাম্য যােগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং বিধি মােতাবেক নিয়ােগপ্রাপ্ত হয়ে কর্মরত থাকতে হবে;
(৩) শিক্ষা মন্ত্রণালয়ের ১৯ অক্টোবর ২০১৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৩.০৮.০০৬.১৬-৩৫৪ নং পত্রের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখের মধ্যে নিয়ােগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে;
(৪) ৩য় শিক্ষক নিয়ােগ করা হয়নি এরূপ প্রতিষ্ঠানে নতুন ভাবে কোন ৩য় শিক্ষক নিয়ােগ করা যাবে না;
(৫) কলেজে নিয়ােগ থেকে নিরবিচ্ছন্নভাবে ও ধারাবাহিকভাবে কর্মরত থাকার বিষয়টি অধ্যক্ষের প্রত্যয়নের মাধ্যমে নিশ্চিত করতে হবে;
(৬) নিয়ােগ প্রক্রিয়ার কাগজ-পত্রে স্নাতক (পাস) স্তরে ৩য় শিক্ষক হিসেবে নিয়ােগের প্রমাণক থাকতে হবে ।
(৭) কলেজে অনার্স-মাস্টার্স পর্যায় অথবা ৩য় শিক্ষক ব্যতীত অন্য কোনাে পদে নিয়ােগ প্রাপ্তদের এমপিওভুক্ত করা যাবে না;
(৮) নিয়ােগ নিষেধাজ্ঞা থাকায় সদ্য সরকারিকৃত কোন কলেজের ৩য় শিক্ষককে এমপিওভুক্ত করা যাবে না;
(৯) এমপিওভুক্তির অন্যান্য শর্তসমূহ যথারীতি প্রতিপালন করতে হবে।
- সংযুক্তি: (১) ৭৭০ জন শিক্ষকের তালিকা (৬৮ পৃষ্ঠা)
এমপিওভুক্তির জন্য ৭৭০ জন ডিগ্রী ৩য় শিক্ষকের তালিকা প্রকাশের বিজ্ঞপ্তিটি নিচের ছবিতে দেখুন
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।