আবারও বাড়লো ঢাকা বোর্ডে ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন এর মেয়াদ
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে আবারও বাড়লো ঢাকা বোর্ডে ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন এর মেয়াদ।
৩০/১২/২০২১ ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের জন্য সর্বশেষ নবম শ্রেণির রেজিষ্ট্রেশন এর সুযোগটি প্রদান করা হয়। বোর্ড কর্তৃপক্ষ এর পর কোনোভাবেই ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন এর মেয়াদ বৃদ্ধি না করার বিষয়ে প্রতিষ্ঠান সমূহকে সতর্ক করে নির্ধারিত সময়ের মধ্যে বাদপড়া শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন প্রতিষ্ঠান সমূহ বিলম্ব ফি ব্যতিত আগামী ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম করতে পারবেন।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে ঢাকা শিক্ষাবোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-
বাের্ডের আওতাধীন অনুমােদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক/স্কুল এন্ড কলেজ) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বিলম্ব ফি ব্যতিত আগামী ১৫/০১/২০২২ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলাে।
গত ০৭/১২/২০২১ তারিখে প্রকাশিত বাের্ডের ওয়েবসাইটে প্রকাশিত পত্র স্মারক নং-২১০/জেএসসি/এসএসসি রেজি:/৮৫৮, তারিখ: ৩০/১১/২০২১ এর অপরাপর শর্ত অপরিবর্তীত থাকবে।
উল্লেখ্য, বর্ণিত তারিখের পর পরবর্তীতে কোন অবস্থাতেই উক্তরূপ সংশােধন এবং বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযােগ দেয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন/সংশােধন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
নিচের ছবিতে আবারও বাড়লো ঢাকা বোর্ডে ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন এর মেয়াদ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।