২০২০ সালে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে ২০২০-২১ সালের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শীঘ্রই আরম্ভ হবে মর্মে সংসদ অধিবেশনে অভিব্যক্তি প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন বৈশ্বিক মহামারি কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম কিছুটা বিলম্বিত হচ্ছে। নীতিমালার আলোকে খুব শীঘ্রই ২০২০-২১ শিক্ষাবষে ভর্তি কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান।
০৯ জুলাই বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা ১০ আসনের এমপি শফিউল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী দীপু মনি এই তথ্য প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি তার প্রশ্নের জবাবে বলেন করোনা সংক্রমনের এ পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। এবং খুব শীঘ্রই তা একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েব পোর্টাল এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এবং খুব শিগগিরই ভর্তি কমিটির সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম আরম্ভ করবেন।
২০২০-২১ সালে এইচএসসি (একাদশ) শ্রেণীতে ভর্তি কার্যক্রম এর জন্য শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে মর্মে শিক্ষামন্ত্রি অবহিত করেন।
একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজ টি লাইক করে রাখুন।
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার ফেসবুক ওয়ালে চলে যাবে ভর্তির বিজ্ঞপ্তি সহ বিস্তারিত তথ্য।