নিয়োগপ্রাপ্ত ট্রেড ইন্সট্রাক্টর/ল্যাব এসিসটেন্ট এমপিওভুক্তি প্রসঙ্গে মাউশি
SESIP এর আওতায় সাধারন শিক্ষা ধারায় ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ভোকেশনাল কোর্সে নিয়োগপ্রাপ্ত ট্রেড ইন্সট্রাক্টর/ল্যাব এসিসটেন্টদের এমপিওভুক্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মাউশি ওয়েবসাইটে SESIP-এ নিয়োগপ্রাপ্ত ট্রেড ইন্সট্রাক্টর/ল্যাব এসিসটেন্ট এমপিওভুক্তি প্রসঙ্গে মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত ০৪/০৪/২০২১ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
“সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (সেসিপ)-এর আওতায় সাধারণ শিক্ষা ধারার ৬৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে চালুকৃত ভােকেশনাল কোর্সে নিয়ােগপ্রাপ্ত ট্রেড ইন্সট্রাক্টর এবং ল্যাব এ্যাসিস্ট্যান্ট/কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্টদের এমপিওভুক্তির বিষয়ে নির্দেশনা চেয়ে পত্র প্রদান করেছেন।
সূত্রোক্ত পত্রে উল্লেখ রয়েছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (সেসিপ)-এর আওতায় মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষা ধারায় নির্বাচিত ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের (বিদ্যালয়/মাদ্রাসা) মধ্যে ৫৩২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষ হতে ভােকেশনাল কোর্স চালু করা হয়েছে।
ভােকেশনাল কোর্স বাস্তবায়নের লক্ষ্যে ১নং সূত্রোক্ত স্মারক অনুযায়ী অর্থ মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত প্রতিষ্ঠানসমূহের জন্য ০২টি ট্রেড ইন্সট্রাক্টর ও ০২টি ল্যাব এ্যাসিস্ট্যান্ট/কম্পিউটার ল্যাব এ্যাসিস্ট্যান্ট এর পদ সৃজন করা হয় এবং ২ নং ও ৩নং সূত্রোক্ত স্মারকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ০২জন ট্রেড ইন্সট্রাক্টর ও ০২জন ল্যাব এ্যাসিস্ট্যান্ট/কম্পিউটার ল্যাব এ্যাসিস্ট্যান্ট নিয়ােগের জন্য শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত নির্দেশনা অনুসারে ৪নং সূত্রোক্ত পত্র মারফত সেসিপ-এর ভােকেশনাল কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাব এ্যাসিস্ট্যান্ট/কম্পিউটার ল্যাব এ্যাসিস্ট্যান্ট পদে নিয়ােগের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ট্রেডভিত্তিক ল্যাব এ্যাসিস্ট্যান্ট/কম্পিউটার ল্যাব এ্যাসিস্ট্যান্ট নিয়ােগ করা হয়েছে।
ট্রেড ইট্রাক্টরগণের এমপিওভুক্তির আবেদন অনুমােদিত হলেও ল্যাব এ্যাসিস্ট্যান্ট/কম্পিউটার ল্যাব এ্যাসিস্ট্যান্টগণের এমপিওভুক্তির আবেদন ল্যাব স্থাপন পরবর্তী রিপাের্ট জমা না দেওয়ায় আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় হতে বাতিল করা হচ্ছে।
সেসিপ-এর আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভােকেশনাল কর্মসূচির জন্য ভবন নির্মাণ অধিকাংশ ক্ষেত্রে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট ভবনগুলাের নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৭৫% (গড়)।
সেসিপ কর্তৃক স্থাপিত ল্যাৰসমূহে যন্ত্রপাতি সরবরাহের নিমিত্ত ক্রয় প্রক্রিয়া চলমান রয়েছে।
সাধারণ শিক্ষাধারায় বৃত্তিমূলক কোর্স চালু করার লক্ষ্যে সেসিপের আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ল্যাব এ্যাসিস্ট্যান্ট/কম্পিউটার ল্যাব এ্যাসিস্ট্যান্ট পদে নিয়ােগের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারীকৃত ২নং সূত্রোক্ত প্রজ্ঞাপনে ল্যাব স্থাপনের রিপাের্ট সংক্রান্ত কোনাে শর্ত আরােপ করা হয়নি এবং ১২.০৬.২০১৮ খি, তারিখে জারীকৃত জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ এ সাধারণ শিক্ষাধারায় মাধ্যমিক স্তরে বর্ণিত পদগুলাে অন্তর্ভুক্ত নাই।
ফলে এসকল পদে নিয়ােগ ও এমপিওভুক্তির ক্ষেত্রেও কোনাে শর্ত আরােপিত হয়নি।
এমপিও প্রক্রিয়াকরণ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে বিগত ০৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখের স্মারক নং-৩৭.০০.০০০০,০৭৪.০০২.০০৭,২০১৮(খন্ড-১).১২৭ মোতাবেক জারীকৃত শিক্ষক-কর্মচারীগণের এমপিওভুক্তির আবেদন যথাসময়ে নিষ্পত্তি ও অগ্রগামীকরণ শীর্ষক প্রজ্ঞাপনটি জারি করা হলেও সেসিপের ভােকেশনাল কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ট্রেড ইন্সট্রাক্টর ও ল্যাব এ্যাসিস্ট্যান্ট/কম্পিউটার ল্যাব এ্যাসিস্ট্যান্ট এর এমপিওভুক্তির ক্ষেত্রে এটি অনুসৃত হচ্ছেনা।
এমতাবস্থায়, সেসিপের ভােকেশনাল কর্মসূচির আওতাভুক্ত ৫৪৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ােগপ্রাপ্ত ল্যাৰ এ্যাসিস্ট্যান্ট/কম্পিউটার ল্যাব এ্যাসিস্ট্যান্টদের অনলাইনে এমপিওভুক্তি করার ব্যাপারে অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের পত্র মােতাবেক বিধিমত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–