হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য, গুরুত্ব, ব্যবহারকারী ও হিসাব সমীকরণ
হিসাব বিজ্ঞান নবম-দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য, গুরুত্ব, ব্যবহারকারী ও হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করবো। আজকের টিউনে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য, গুরুত্ব, ব্যবহারকারী ও হিসাব সমীকরণ সম্পর্কে তোমাদের ধারনা দেওয়া হবে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হবে।
আজকের পাঠে আমরা যেসকল প্রশ্নের উত্তর পাব-
- ১। হিসাব বিজ্ঞান কী?
- ২। হিসাব বিজ্ঞানের ২টি উদ্দেশ্য লেখ।
- ৩। ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা কর:
- ৪। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীর ১ তালিকা প্রস্তুত কর:
- ৫। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা:
- ৬। লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করা হল এবং হিসাব সমীকরণে প্রভাব;
চলো আমরা চলে যাই বিস্তারিত আলোচনায়-
১। হিসাব বিজ্ঞান কী?
উত্তর: হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণী বদ্ধ, ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়।
২। হিসাব বিজ্ঞানের ২টি উদ্দেশ্য লেখ।
উত্তর: হিসাব বিজ্ঞানের ২টি উদ্দেশ্য নিচে দেওয়া হল-
- ১. হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা।
- ২. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ, নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা লাভ করা আর একটি অন্যতম উদ্দেশ্য।
৩। ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা কর:
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব অনেক।
একটি ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ, পণ্য বিক্রয়মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো ও খারাপ দিকগুলো জানা যাবেনা।
সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব।
৪। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীর ১ তালিকা প্রস্তুত কর:
উত্তর: হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে দুই ভাগে ভাগ করা হয়।
- ১. অভ্যন্তরীন ব্যবহারকারী
- ২. বাহ্যিক ব্যবহারকারী
অভ্যন্তরীন ব্যবহারকারীরা হল-
- ক. মালিক
- খ. ব্যবস্থাপক
বাহ্যিক ব্যবহারকারীরা হল:
- ক. ঋণদানকারী
- খ. সরকার
- গ. পাওনাদার
- ঘ. কর্মচারী ও কর্মকর্তা
৫। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা:
উত্তর: মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারনা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠা মানদন্ড যা দ্বারা মানুষ কোন বিষয়ে ভালমন্দ বিচার করে থাকে।
মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন-
- ক. সততা ও দায়িত্ববোধ বিকাশ;
- খ. ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি;
- গ. সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি এবং
- ঘ. জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ করে হিসাব বিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
খ) নিম্নের লেনদেনগুলাের কারণ ব্যাখ্যা কর এবং হিসাব সমীকরণে এগুলাের প্রভাব দেখাও-
২০২০ সালের ১ জানুয়ারি চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ ৫০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে “ নিরাময় চেম্বার” নামে সেবা কার্যক্রম শুরু করেন।
- জানুয়ারি-১০, মােট ২০ জন রােগী দেখে ১০,০০০ টাকা পেলেন।
- জানুয়ারি-২০, চেম্বারের আধুনিকায়নের জন্য ৫০,০০০ টাকা ঋণ নিলেন।
- জানুয়ারি-২৫ চেম্বারের ভাড়া বাবদ ৫,০০০ টাকা প্রদান করেন।
লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করা হল এবং হিসাব সমীকরণে প্রভাব দেখানো হল:
তারিখ | লেনদেন কিনা | হিসাব সমীকরণে প্রভাব | কারণ ব্যাখ্যা |
০১ জানুয়ারি ২০২০ | লেনদেন | হিসাব সমীকরণে A=L+E এর A ও E উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে। |
সম্পদ বৃদ্ধি মালিকানা স্বত্ব বৃদ্ধি। |
১০ জানুয়ারি ২০২০ | লেনদেন | হিসাব সমূকরণে A=L+E এর A ও E উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে। |
সম্পদ বৃদ্ধি মালিকানা স্বত্ব বৃদ্ধি। |
২০ জানুয়ারি ২০২০ | লেনদেন | হিসাব সমূকরণে A=L+E এর A ও L উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে। |
সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি |
২৫ জানুয়ারি ২০২০ | লেনদেন | হিসাব সমূকরণে A=L+E এর A ও E উভয় উপাদান হ্রাস পেয়েছে। |
সম্পদ হ্রাস মালিকানা স্বত্ব হ্রাস। |
দেশের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা তাদের এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে আলোচনা করে সমাধান নিচ্ছে; তুমিও যুক্ত হও- https://facebook.com/groups/banglanotice
আপনার জন্য আরও কিছু তথ্য:
- নিউটনের তৃতীয় সূত্র, জড়তা, প্রযুক্ত বলের মান, ভরবেগের সংরক্ষণশীলতা
- স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া
- ৯ম শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রকাশিত – ডাউনলোড করুন
Nice Bro