বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিও শিট ডাউনলোড করার নতুন নিয়ম
বেসরকারি শিক্ষক কর্মচারীদের মার্চের এমপিও ছাড় দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষকগণ আগামী ১২ এপ্রিলের মধ্যে বেতন ভাতার টাকা উত্তোলন করবেন।
এবার প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিও শিটে অনলাইনে দেওয়া হয়েছে। প্রতিষঠান প্রধানগণ ইএমআইএস ওয়েবসাইট ব্রাউজ করে MPO Sheet ডাউনলোড করতে পারবে। এর আলোকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে।
মার্চের এমপিও ইএমআইএস পোর্টাল থেকে এমপিও ডাউনলোডের বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আধিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীগণের মার্চ 2020 মাসের বেতন ভাতাদির সরকারের আর্থিক অনুদানকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় হস্তান্তর করা হয়েছে।
আগামী ১২ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখা হতে মার্চ ২০২০ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য প্রতিষ্ঠান প্রধানগণ emis.gov.bd ওয়েবসাইটের স্ব-স্ব প্রতিষ্ঠান এমপিও ডাউনলোড করতে পারবে।
এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে অনলাইন থেকে MPO Sheet ডাউনলোড করে নিবেন।
MPO Sheet ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে ইএমআইএস ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অথবা এই লিংকে ক্লিক করুন।
EMIS প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন এমপিও শিটে মার্চ ২০২০ নামে নতুন একটি ট্যাবে ওপেন হয়েছে। এইটার থেকে ক্লিক করে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে গুগল ড্রাইভ থেকে যে ব্যাংকে আপনার চেক জমা হয় সে ব্যাংকের ফোল্ডারটি সিলেক্ট করবেন। ফোল্ডার সিলেক্ট করার পর আপনি আপনার শিক্ষা অঞ্চল সিলেক্ট করবেন। এর পর আপনি আপনার যে জেলার ফোল্ডারটি ওপেন করবেন। সেখান থেকে আপনার প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নিবেন।
প্রতিষ্ঠানভিত্তিক আলাদা আলাদা ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে ইএমআইএস এর ওয়েবসাইটে প্রবেশ করতে।
এমআই এর ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে।
লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার কাছে লগইন ফোনটি আসবে সেখান থেকে আপনি এমপিও আবেদন করার জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড টি আছে সে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করবেন।
পাসওয়ার্ড জানা থাকলে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে নিন।
সেখান থেকে আপনি তিনটি মডিউল দেখতে পাবেন।
এইচআরএম, আইএমএস, এমপিও
এখান থেকে আপনি এমপিও অপশনটি সিলেক্ট করে নিবেন। এমপি অপশনটি সিলেক্ট করার পর আপনি দেখবেন এমপিও পোর্টালটি ওপেন হবে এবং এখানে এমপিও সংক্রান্ত সকল কাজ করা যায়।
এখান থেকে আপনি বামপাশে প্রদর্শিত মেনুগুলো থেকে রিপোর্ট বাটনে ক্লিক করবেন।
ওখানে দুটি অপশন থাকবে একটা হচ্ছে সেলারি শীট আরেকটি হচ্ছে বোনাস।
এখানে ক্লিক করার পর আপনার রিপোর্ট প্রিন্টের অপশনটি আসবে।
এখানে অনুসন্ধান এর ঘরে আপনার প্রতিষ্ঠান ইআইআইএন নম্বর টি এন্টার করুন। তারপর আপনার প্রতিষ্ঠানের নামটি নিচে তালিকাতে চলে আসবে। তালিকা থেকে আপনার প্রতিষ্ঠান নামের পাশে দেওয়ার টিক চিহ্ন দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠান এমপিও শিটে প্রিন্ট করার জন্য প্রিন্ট এমপিও শিটে নামক বাটনে ক্লিক করবেন।
এই পোষ্টের নিচে দেওয়া ভিডিওতে কমপ্লিট টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখে নিন।
এখান থেকেও আপনি এমপিও শীট ডাউনলোড করতে পারেন