কুমিল্লা বোর্ডের সেবাসমূহকুমিল্লা শিক্ষাবোর্ড
নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি প্রাপ্তির কাগজপত্র
নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিটিজেন চার্টার কুমিল্লা, কর্তৃক স্বীকৃত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি পত্রের অনুলিপি নিম্নে পেশ করছি।
রেগুলেটরি বডি হিসেবে বোর্ডগুলো মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ করে থাকে । কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লার আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে সযত্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে।
নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি পত্রের প্রাপ্তিস্থান ও এ সংক্রান্ত যাবতীয় তথ্যের প্রাপ্তিস্থান : www.comillaboard.gov.bd এবং বোর্ডের তথ্য অনুসন্ধান কেন্দ্র।
নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি
সেবার নামঃ নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি।
সেবা প্রদানে সর্বোচ্চ সময়ঃ ৩ (তিন) মাস।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
- ১) বিদ্যালয়ের নামে শর্তমুক্ত জমির দলিল, খাজনা, খারিজ ও নাম খারিজ পর্চা।
- ২) হালসন নাগাদ খাজনা পরিশোধের রশিদ।
- ৩) নিবন্ধনকৃত/ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীর নামের তালিকা, শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ও সনদপত্র।
- ৪) এলাকার জনসংখ্যা সনদপত্র।
- ৫) পার্শ্ববর্তী ৪ (চার) টি বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক ছাত্র-ছাত্রীর তালিকা ও অনাপত্তিপত্র (স্ব স্ব বিদ্যালয় প্যাডে)।
- ৬) পার্শ্ববর্তী ৪ (চার) টি বিদ্যালয়ের দূরত্ব সনদ।
- ৭) শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকা ও লাইব্রেরীতে ২,০০০ বইয়ের তালিকা।
- ৮) সংরক্ষিত তহবিলে ৫০,০০০/- টাকা ও সাধারণ তহবিলে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকে ৩০,০০০/- টাকা জমার ব্যাংক সনদ।
- ৯) প্রবিধানমালার আলোকে নির্বাহী কমিটির কপি।
- ১০) ব্যক্তি নামে বিদ্যালয়ের নামকরণ বাবদ বিদ্যালয় তহবিলে নিম্ন মাধ্যমিক পর্যায়ে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা এবং মাধ্যমিক পর্যায়ে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা জমা দেয়ার ব্যাংক সনদ।
- ১১) ক) নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতির ক্ষেত্রে-
i) নিম্ন মাধ্যমিক পাঠদানের অনুমতি কপি।
ii) বিগত ০৩ (তিন) বছরের জেএসসি পরীক্ষার ফলাফল।
খ) মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতির ক্ষেত্রে-
i) মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি কপি।
ii) নিম্ন মাধ্যমিক পাঠদান ও একাডেমিক স্বীকৃতির কপি।
iii) বিগত বছরের এসএসসি পরীক্ষার ফলাফল।
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থানঃ
www.comillaboard.gov.bd এবং বোর্ডের তথ্য অনুসন্ধান কেন্দ্র।
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি যদি থাকে :
৭,০০০/- (সাতহাজার) টাকা মাত্র। অনলাইনে সোনালী সেবার মাধ্যমে অথবা সোনালী ব্যাংক থেকে সচিব শিক্ষাবোর্ড, কুমিল্লা বরাবর পে-অর্ডার/ডিডি সংগ্রহপূর্বক বোর্ডের হিসাব শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।
নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ই-মেইলঃ
বিদ্যালয় শাখা
বিদ্যালয় পরিদর্শক
কক্ষ নং- ১০৫
১৯/৬৭
ফোন নং- ০৮১-৭৬৭০০
e-mail : azharulislamliton1980@gmail.com
ঊর্ধ্বতন কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল :
চেয়ারম্যান
কক্ষ নং- ৩০১
১৯/৬৭
ফোন নং- ০৮১-৭৬৩২৮
e-mail : comillaboard@gmail.com
আরো দেখুন :
দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।