টিভিতে ক্লাস প্রচারের জন্য শিক্ষক মনোনয়ন চলছে : সুযোগ নিতে পারেন আপনিও
করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সংসদ বাংলাদেশ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় ক্লাস টিচারের রুটিন সময়সীমা প্রচার করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে।
সংসদ বাংলাদেশ টিভিতে ক্লাস প্রচার এর জন্য ঢাকা শহরের অধীনস্থ বিদ্যালয়সমূহে কর্মরত দক্ষ অভিজ্ঞ শিক্ষকের নিকট থেকে টিভিতে ক্লাস রেকর্ডিং এর জন্য তালিকা করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২৭ মার্চ ২০২০ তারিখে প্রকাশিত একটি জরুরী বিজ্ঞপ্তি মারফত এমন তথ্য প্রকাশ করে কতৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়-
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে দক্ষ অভিজ্ঞ শিক্ষক কর্তৃক ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিষয়ভিত্তিক ক্লাসের ভিডিও চিত্র ধারণ করে সংসদ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সে লক্ষ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নিতে আগ্রহী দক্ষ অভিজ্ঞ শিক্ষকদের শুধুমাত্র ঢাকা শহরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান নামের তালিকা নিম্নে প্রদত্ত ছকের মাধ্যমে নিকষ ফন্ট আগামী ৩০ মার্চ ২০২০ এর মধ্যে প্রাণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা।
উল্লেখ্য শিক্ষকগণের মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনার অভিজ্ঞতা পর্যাপ্ত প্রস্তুতি এবং টিভি ক্যামেরার সামনে ক্লাস নেওয়ার আগ্রহ।
তালিকা প্রস্তুত করে এই ইমেইল ঠিকানায় প্রেরণ করতে হবে: mhmschool2@gmail.com
টাইপ করার সময় অবশ্যই bijoy-unicode অথবা অভ্র কিবোর্ডে নিকষ বাংলা ফন্ট ব্যবহার করতে হবে।
ইউটিউবে লাইভ ক্লাস দেখুন: https://youtu.be/jncRIlDZ8W4
আরও পড়ুন-
খুব ভালো একটা উউদ্যোগ।
Ami none kori ata onek upokare asbe