অনুদানপ্রাপ্ত মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অধীনস্থ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান সমূহ, কর্মরত শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ২০২১-২১ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে বরাদ্দকৃত ৫ কোটি টাকার অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ৩০ জুন ২০২১ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত আর্থিক অনুদানের তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়-
চলতি ২০২০-২০২১ অর্থবছরের সংশােধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন “১৬০০১০১-১২০০০১৫১৪- শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রবৃন্দের জন্য বিশেষ অনুদান”-এর ৩৬৩১১০৭-বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত ৫,০০,০০,০০০/- (পাঁচ কোটি টাকা আর্থিক অনুদান বাবদ উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পার্শ্বে বর্ণিত হারে’ আবেদনের সময় মােবাইল ব্যাংকিং (বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ লিমিটেড’ THIRD WAVE TECHNOLOGIES LTD) এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে সংযুক্ত বর্ননা অনুযায়ী নিম্নোক্ত শর্তে মঞ্জুরী জ্ঞাপন করা হল:
সংযুক্তিসমূহ
ক। মনােনীত প্রত্যেক প্রতিষ্ঠানকে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা করে ৩০০টি প্রতিষ্ঠানকে ৭৫,০০,০০০/- (পঁচাত্তর লক্ষ) টাকা।
খ। মনােনীত শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে প্রত্যেক শিক্ষক-কর্মচারীকে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে ৫০০ জন। শিক্ষক-কর্মচারীকে মােট ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা।
ইবতেদায়ী (১ম থেকে ৫ম) পর্যন্ত ১২৫০ জন শিক্ষার্থীকে ৩,০০০ (ত্রিশ হাজার) টাকা করে মােট ৩৭,৫০,০০০/-(সাঁইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। মনােনীত ৬ষ্ঠ হতে ১০ম (দাখিল ও ভােকেশনাল) পর্যন্ত ৪,৫০১ জন শিক্ষার্থীকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে মােট ২,২৫,০৫,০০০/-(দুই কোটি পঁচিশ লক্ষ পাঁচ হাজার) টাকা।
মনােনীত এইচএসসি (বিএম) আলিম ও ডিপ্লোমা পর্যন্ত ১২৫০ শিক্ষার্থীকে ৬০০০/- (ছয় হাজার) টাকা করে ৭৫,০০,০০০/-(পঁচাত্তর লক্ষ), মনােনীত কামিল, ফাজিলসহ তদুর্ধ শ্রেণি পর্যন্ত ৫৩৫ জনকে ৭০০০/-(সাত হাজার) টাকা করে মােট ৩৭,৪৫,০০০/-(সাঁইত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা।
শর্তসমুহ:
(১) এ অর্থ ব্যয়ে সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে;
(২) চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস “নগদ লিমিটেড” ঢাকা মনােনীত শিক্ষা প্রতিষ্ঠন, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পার্শ্বে বর্ণিত হারে অর্থ বিতরণ করবেন এবং বিতরন শেষে বিস্তারিত প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দাখিল করবেন;
(৩) উল্লিখিত কোন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের নাম যদি দুই বার মঞ্জুরী হয়ে থাকে সে ক্ষেত্রে একটি মঞ্জুরীর বিপরীতে মঞ্জুরকৃত টাকা ছাড় করতে হবে।
০২। এ ব্যয় চলতি ২০২০-২০২১ অর্থবছরে সংশােধিত পরিচালন বাজেটে “১৬০০১০১-১২০০০১৫১৪-শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রবৃন্দের জন্য বিশেষ অনুদান” ৩৬৩১১০৭-বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ হতে মিটানাে হবে।
০৩। মনােনীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে বর্ণিত হারে মােট ৫,০০,০০,০০০/-(পাঁচ কোটি) টাকা হিসাবরক্ষণ কর্মকর্তা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, বিলের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, বাজেট শাখা এর প্রতিস্বাক্ষরে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়, ৪৫, পুরানা পল্টন, ঢাকা হতে উত্তোলনপূর্বক চুক্তি মােতাবেক বিতরনের লক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস “নগদ লিমিটেড (THIRD WAVE TECHNOLOGIES LTD)” ঢাকাকে প্রদান করবেন।
০৪। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ আদেশ জারি করা হল।
বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ কর্তৃক প্রদত্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, ও শিক্ষার্থীদের নামের তালিকা পিডিএফ আকারে প্রকাশ করা হলো । নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার কাঙ্খিত ফাইলটি ডাউনলোড করে অনুদান প্রাপ্তির রেজাল্ট দেখে নিতে পারেন।
ছাত্র-ছাত্রীদের অনুকূলে বরাদ্দকৃত আর্থিক অনুদানের তালিকা