মানুষের মৌলিক চাহিদাগুলো কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব
সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের সাথে মানুষের মৌলিক চাহিদা এবং তা পূরণের উপায় নিয়ে আলোচনা করবো। আজকের আলোচনায় তোমরা বুঝতে সক্ষম হবে যে, মানুষের মৌলিক চাহিদাগুলো কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব।
আজকের আর্টিকেল থেকে তোমরা ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এর উত্তর লিখতে পারবে।
তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণির তৃতীয় সপ্তাহের কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট নির্ধারিত হয়েছে প্রথম অধ্যায়, আমাদের জীবনে কৃষি; পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তু: পাঠ ১: কৃষির পরিধি ও পরিসর থেকে।
৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা এর অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন
ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আবদুর রহিম নিজ বাড়িতে ২টি গাভী, ১টি ষাঁড়, ২০টি হাঁস ও ২০টি মুরগি পালন করেন।
এ ছাড়াও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি , ফলমূল এবং পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন। তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন।
তুমি কী মনে কর মানুষের মৌলিক চাহিদাগুলোর সব কয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব? যুক্তি দ্বারা তোমার মতামত উপস্থাপন কর।
৩য় সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা এর অ্যাসাইনমেন্ট এর এর বাছাইকরা উত্তর
তোমাদের জন্য ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা এ্যাসাইনমেন্ট এর নমূনা উত্তর দেওয়া হল। নিচের আর্টিকেলটি অনুসরণ করলে তোমরা তোমাদের জন্য নির্ধারিত কৃষি শিক্ষা তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট লিখতে পারবে আশা করছি।
ভূমিকা: ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আবদুর রহিম নিজ বাড়িতে ২টি গাভী , ১টি ষাঁড় , ২০টি হাঁস ও ২০টি মুরগি পালন করেন।
এ ছাড়াও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন। তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন।
আমার মতামত: আমিও মনে করি মানুষের মৌলিক চাহিদাগুলোর সব কয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব।
যুক্তি দ্বারা আমার মতামত উপস্থাপন করা হলো-
মানুষের পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে। এগুলো হলো- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। মানুষের মৌলিক চাহিদাগুলো কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব।
কৃষি একটি আদি, আধুনিক এবং সম্মানজনক পেশা। তাই সংগত কারণে কৃষির পরিধি ব্যাপক। ফসল উৎপাদন, পশু-পালন, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয়।
কৃষি আমাদের খাদ্য যোগান দেয়। ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফল-ফলাদি এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই। যার মাধ্যমে আমাদের মৌলিক চাহিদা-খাদ্যের অভাব পূরণ হয়। পাট, তুলা ও রেশম থেকে কাপড় তৈরির সুতা পাই।
যার ফলে আরেকটি মৌলিক চাহিদা পূরণ হয়। কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহনির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই।
মানুষের মৌলিক চাহিদাগুলো কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব
মৌলিক চাহিদা-বাসস্থানের চাহিদা পূরণ হয়। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই; যেটি শিক্ষার মূল উপকরণ।
আমলকী, হরতকি, বয়রা, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায়। আরেকটি মৌলিক চাহিদা পূরণ হয় কৃষি দ্বারা। খাদ্য উৎপাদন এবং বস্ত্র, বাসস্থানের উপাদান সরবরাহ করে থাকেন কৃষক।
কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষিনির্ভর। আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেটানো হয় বিভিন্ন ফসল উৎপাদন, পশুপাখি প্রতিপালন, মৎস্যচাষ ও বনায়নের মাধ্যমে।
অতএব উপরোক্ত আলোচনা থেকে সহজেই প্রতীয়মান হয় যে, মানুষের মৌলিক চাহিদাগুলোর সব কয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব।
বন্ধুরা এই ছিল তোমাদের জন্য ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট এর নমূনা উত্তর; আশা করছি তোমরা মানুষের মৌলিক চাহিদাগুলো কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব প্রসঙ্গে তোমার উত্তরটি সুন্দরভাবে লিখতে পারবে;
উত্তরদাতা: খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ;
৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের অন্যান্য বিষয়ের বাছাইকরা নমূনা উত্তর দেখুন
- গণিত: ৬ষ্ঠ শ্রেণি ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সমাধান ২০২১ ল সা.গু ও গ.সা.গু নির্ণয়;
- গার্হস্থ্য বিজ্ঞান: গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, অভ্যন্তরীণ স্থান এবং সম্পাদিত কাজ;
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
৬ষ্ঠ শ্রেণি ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সমাধান ২০২১ – বাছাইকরা উত্তরটি পিডিএফ ডাউনলোড করতে চাইলে নিচের ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করুন;
৩য় সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অন্যান্য বিষয়ের বাছাইকরা সেরা নমূনা উত্তর:
- কৃষি শিক্ষা ৩য় সপ্তাহের নমূনা উত্তর দেখতে এখানে ক্লিক করুন;
- গার্হস্থ্য বিজ্ঞান ৩য় সপ্তাহের নমূনা উত্তর দেখতে এখানে ক্লিক করুন;
তোমাদের প্রতি সপ্তাহের সকল এ্যাসাইনমেন্ট এর নমূনা উত্তর পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখো; এবং এ্যাসাইনমেন্ট এর বিভিন্ন বিষয়ে সহায়তা পাওয়ার জন্য গ্রুপে যোগদান কর;
এই সংক্রান্ত আরও কিছু তথ্য: