Bounced Back হওয়া বৃত্তিপ্রাপ্ত জন্য নির্দেশনা: রাজস্বখাতভুক্ত বিভিন্ন স্তরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যে ভুল থাকায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর MIS পোর্টাল থেকে Bounced Back করা হয়েছে। এইসব শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রাপ্তির লক্ষ্যে Bounced Back হওয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা MIS-এ সংশােধন করার নির্দেশনা দিয়েছে মাউশি;
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ১২ অক্টোবর প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলা হয়-
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত) জানানাে যাচ্ছে যে,
২০১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে অনলাইনে EFT এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক হিসাবে (Bank Account) প্রেরণ করা হয়েছে।
কিন্তু কিছু শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বরসহ যথাযথ ডাটা/তথ্য না থাকায় EFT Bounced Back হয়েছে মর্মে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের SPFMSP প্রকল্প থেকে জানানাে হয়েছে।
শিক্ষার্থীর EFT Bounced Back এর কারণ মন্তব্য কলামে উল্লেখ করা হয়েছে মর্মে বর্ণিত সূত্রোক্ত পত্রে অত্র অধিদপ্তরকে সংশােধনের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ জানানাে হয়েছে। এ প্রেক্ষিতে MIS চাহিত তথ্য জরুরিভাবে সংশোধন করা প্রয়ােজন।
এমতাবস্থায়, আগামী ৩০/১০/২০২০ খ্রি: তারিখের মধ্যে Bounced Back কৃত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ব্যাংক হিসাবে দ্রুত প্রেরণের লক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত) MIS এ তথ্য সংশােধনের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
বিষয় : Bounced Back কৃত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা MIS-এ সংশােধন প্রসংগে।
সূত্র : অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের SPFMSP প্রকল্প এর পত্রের স্মারক নং-০৭.০০০.০১৮.০১.০০.০১২.২০১৬-৮২৮,
তারিখ: ০৭/০৯/২০২০ খ্রি:
দেশের সকল স্তরের শিক্ষা ব্যবস্থার তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন; এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন;
আপনার জন্য আরও কিছু জরুরী খবর:
বাংলা নোটিশ ডট কম আপনাদের ওয়েবসাইট; এখানে বিনামূল্যে আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন। আপনার যেকোন লেখা বা বিজ্ঞপ্তি দৈনিক লক্ষাধিক মানুষের কাছে পৌছে দিতে আমাদের সাথে যোগাযোগ করুন;
আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক: https://facebook.com/banglanotice