গ্রীনহাউজ কৌশল বাস্তবায়নের শর্ত সমূহ
গ্রীনহাউজ কৌশল বাস্তবায়নের শর্ত সমূহ: গ্রীনহাউজ কৌশল ব্যবহার করার মাধ্যমে রোগমুক্ত ও নির্ভেজাল ফসল উৎপাদন করা সম্ভব; কার্যকরী গ্রীনহাউজ কৌশল ব্যবহারের শর্ত সমূহ সম্পর্কে জানবো আজ-
২। গ্রীনহাউজ কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ:
ফসলের জীব যাতে গুনাগুন পরিবর্তন না করেই গ্রীনহাউজ কৌশলে যে কোন ফসল উৎপাদন করা যায়। এক্ষেত্রে উন্মুক্ত মাঠে বা উদ্যানে না করে গ্রিন হাউসে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা হয়।
এই কৌশল বাস্তবায়নের শর্তগুলো হলো-
১. ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা;
২. প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা;
৩. নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ শর্ত
এ পদ্ধতিতে যে কোন ফসল উৎপাদন সম্ভব হলেও উৎপাদন ব্যয় অনেক বেশি।
বিশেষ বিশেষ ফসল ছাড়া এই পদ্ধতি ব্যবহার করা যায় না। সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় এই পদ্ধতি ফসল সম্পন্ন রোগ মুক্ত ও স্বাস্থ্যসম্মত হয়।
গ্রীনহাউজ কৌশল বাস্তবায়নের শর্ত সমূহ সম্পর্কে জানতে পারলে তোমরা; এবার নিজের মত করে লিখে নাও;
তোমার জন্য নির্বাচিত কিছু কনটেন্ট:
- অষ্টম শ্রেণির ৩য় অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রকাশ
- ই-লার্নিং এর ধারণা এবং কাঙ্খিত দক্ষতা অর্জনে সুবিধা ও চ্যালেঞ্জ সমূহ
- Man Who Loves Trees – The Truthful Dove – River Gypsies in Bangladesh
- সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সুবিধাজনক মুনাফা পদ্ধতি
- জি এম ফসল – বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা
- দানাদার ইউরিয়া এর পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক
প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন এবং ফেসবুক পেইজ Like ও Follow করে রাখুন;
ইউটিউবে শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে Bangla Notice ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।
দেশের নামকরা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং মেধাবী শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নিচ্ছে বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে; তুমিও যোগ দাও > গ্রুপ লিংক
Tarakanda
মাস্টার্স করার পর কি করবো ভেবে পাচ্ছিনা,,,,,
All ok but,r ektu kothin words use korle valo mark pete help korto bole amar mone hoi