সর্বশেষ আপটেড

৮ম শ্রেণির ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ Class 8 Assignment 2nd Week

সুপ্রিয় ৮ম শিক্ষার্থীরা কেমন আছো? তোমাদের জন্য আজ ৮ম শ্রেণির ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ Class 8 Assignment 2nd Week নিয়ে হাজির হলাম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এ্যাসাইনমেন্ট গ্রিড অনুযায়ী ৮ম শ্রেণির ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ Class 8 Assignment 2nd Week দেওয়া হল।

তোমরা চাইলে অষ্টম শ্রেণির দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এখান থেকে সরাসরি পড়তে পারো অথবা পিডিএফ ডাউনলোড করতে পারো।

তোমাদের জন্য মাউশি ২০২১ সালের ৮ম শ্রেণির দ্বিতীয় এ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে দুটো নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের প্রকাশিত এ্যাসাইনমেন্ট গ্রিড অনুযায়ী ২০২১ সালের ৮ম শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট শুরু হবে ২৭ মার্চ ২০২১ থেকে এবং জমা দিতে হবে ০১ এপ্রিল ২০২১ এর মধ্যে।

তাহলে চলো দেখি ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রকাশিত ২০২১ সালের দ্বিতীয় এ্যাসাইনমেন্ট এর কি রয়েছে আর কিভাবে সমাধান করবে।

৮ম শ্রেণির ২য় সপ্তাহের ইংরেজি এ্যাসাইনমেন্ট ২০২১

তোমরা যারা ৮ম শ্রেণিতে অধ্যয়ন করছো তোমাদের জন্য দ্বিতীয় সপ্তাহে তোমাদের ইংরেজি বই থেকে ১টি নির্ধারিত কাজ এ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে তোমাদেরকে এটি সমাধান করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে;

শ্রেণি: ৮ম, বিষয়: ইংরেজি, এ্যাসাইনমেন্ট নং-০১, Class 8 English Assignment No-1

Chapter and Title of the Chapter: Unit-1 A glimpse of our culture

Lesson No and title of the lesson included in the syllabus/content:

  • 1: Our folk songs
  • 2: Nakshi Kantha
  • 3: Our ethnic friends
  • 4: Our ethnic friends (2)
  • 5: Bangladeshi cuisine
  • 6: The children’s songs

Assignment Task: 

Lesson 4: Our ethnic friends (2)

Suppose, you have a foreign friend who is very curious to know about the ethnic people of your country.

Now, prepare a fact file on them. You can talk about the dress, food, culture, sports, and pastimes in 200 words. Use narratives, images, pictures, tables, or information as needed.

See a best answer: Ethnic People of Bangladesh; their dress, food, culture

Instructions for Writing Assignment Answer: 

Teacher will explain students what a fact file is and how to write it.

Assessment Rubrics: 

Excellent: 

Students will be awarded ‘Excellent’ for relevant information, appropriate content & grammar, spelling, punctuation, complete communication, and creativity.

Very good:

Students will be awarded ‘Very Good’ for relevant information, appropriate content and grammar, spelling, punctuation, partial communication and creativity.

Good: 

Students will be awarded ‘Good’ for inadequate content, errors in grammar, spelling & punctuation mistakes, less communication and creativity.

Needs improvement:

Students will be awarded ‘Needs Improvement’ for irrelevant information, inappropriate content, frequent grammar, spelling and punctuation mistakes along with incomplete communication and creativity.

৮ম শ্রেণির ২য় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের এ্যাসাইনমেন্ট ২০২১

দ্বিতীয় সপ্তাহে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকেও এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এটি তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১ম অ্যাসাইনমেন্ট হিসেবে নির্ধারিত হয়েছে।

শ্রেণি: ৮ম, বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এ্যাসাইনমেন্ট নং-০১

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: প্রথম: ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম

পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: পাঠ-৭ ও ৮ বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব।

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

১. ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যে কোনো ১০টি উল্লেখযোগ্য ঘটনার সময়কালসহ একটি পোস্টার তৈরি কর।

সংকেত-

১। সাল উল্লেখ
২। ঘটনার বর্ণনা
৩। উপস্থাপনায় বৈচিত্র্য

একটি নমুনা উত্তর দেখুন: ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যে কোনো ১০টি উল্লেখযোগ্য ঘটনার সময়কালসহ একটি পোস্টার

এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় নিতে হবে-

১) পোস্টার পেপার অথবা ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা জোড়া দিয়ে পোস্টার তৈরি করা যেতে পারে।

২) তালিকায় উল্লেখিত তারিখ ও সাল ব্যবহারে রঙের বৈচিত্র্য আনা যেতে পারে।

৩) উল্লেখযোগ্য ঘটনাসমূহের সংক্ষিপ্ত বর্ণনা পোস্টারে উল্লেখ করা যেতে পারে। (যেমন- ছিয়াত্তরের মন্বন্তর, দ্বৈতশাসন, মুদ্রণযন্ত্রের প্রচলন, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি।)

৪) প্রয়োজনে ছবি, চিত্র, পেপার কাটিং ইত্যাদি সংযোজন করা যেতে পারে।

৫) প্রয়োজনে নিজের পাঠ্যপুস্তক ব্যতীত অন্য সহায়ক পুস্তকের (উপরের/ নিচের শ্রেণির) সাহায্য নেয়া যেতে পারে।

মুল্যায়ন রুবিক্স:

ক. অতি উত্তমঃ

  • ১) পরিপূর্ণমাত্রায় বিষয়বস্তুর যথার্থতা ও ধারাবাহিকতা রক্ষা
  • ২) দশটি ঘটনা সঠিক তথ্যসহ উপস্থাপন
  • ৩) উপস্থাপনায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
  • ৪) লক্ষনীয় মাত্রায় নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন

খ. উত্তমঃ

  • ১) অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তুর যথার্থতা ও ধারাবাহিকতা রক্ষা
  • ২) আটটি ঘটনা সঠিক তথ্যসহ উপস্থাপন
  • ৩) উপস্থাপনায় অধিকাংশ ক্ষেত্রে নিজস্বতা ও সৃজনশীলতা
  • ৪) অধিকাংশ ক্ষেত্রে নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন।

গ. ভালোঃ

  • ১) বিষয়বস্তুর যথার্থতা থাকলেও ধারাবাহিকতার অভাব।
  • ২) পাঁচ/ছয়টি ঘটনা সঠিক তথ্যসহ উপস্থাপন
  • ৩) উপস্থাপনায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা
  • ৪) আংশিক নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন

ঘ. অগ্রগতি প্রয়োজনঃ  

  • ১) বিষয়বস্তুর যথার্থতা ও ধারাবাহিকতার অভাব
  • ২) চারটির কম ঘটনা সঠিক তথ্যসহ উপস্থাপন
  • ৩) উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব
  • ৪) নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনার অভাব

এক পাতায় অষ্টম শ্রেণির ২য় এ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

বিশেষ দ্রষ্টব্য: বাংলা নোটিশ ডট কম এর প্রকাশিত কোনো তথ্য কপি করে কোনো ওয়েবসাইটে দেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজনে ফেসবুকে শেয়ার করতে পারেন।

২০২১ শিক্ষাবর্ষের ৮ম শ্রেণির সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এবং উত্তর দেখুন

তোমাদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের ৭ম শ্রেণীর সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সেগুলোর পাতায় করানো উত্তরসমূহ দেওয়া হল। নিচে দেওয়া যেকোনো একটি সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নামের উপর ক্লিক করলে তোমার কাঙ্ক্ষিত সেই সপ্তাহের এসাইনমেন্ট ও বাছাই করা নমুনা উত্তর সমূহ পেয়ে যাবে। 

১ম সপ্তাহে ৮ম শ্রেণির বাংলা এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর

২য় সপ্তাহে ৮ম শ্রেণির ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর

৩য় সপ্তাহে ৮ম শ্রেণির গণিত এবং কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর

৪র্থ সপ্তাহে ৮ম শ্রেণির বিজ্ঞান এবং চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর

৫ম সপ্তাহে ৮ম শ্রেণির বাংলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা এ্যাসাইনমেন্ট ও বাছাইকরা উত্তর

নতুন করে তোমাদের জন্য সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে এই পোস্টটি আপডেট করা হবে। এটি রিলোড করার সাথে সাথেই তোমরা নতুন সপ্তাহের এসাইনমেন্ট এর লিঙ্ক পেয়ে যাবে। 

অন্যান্য শ্রেণির ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট দেখুন

সুন্দর ও তথ্য বহুল এ্যাসাইনমেন্ট উত্তর লেখার জন্য তোমরা বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে যোগ দাও। এখানে দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা তাদের এ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে নিচ্ছে।

আপনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য: 

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, বঙ্গ আয়না;

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ