সর্বশেষ আপটেড

আলিম পরীক্ষা ২০২১ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট

চলমান কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিরভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট ও সংশােধিত গ্রিডের সফটকপি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে (সূত্রোক্ত স্মারক)। বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে প্রকাশিত ২০২১ সালের আলিম পরীক্ষার ৪তুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিস্তারিত দেওয়া হল।

২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীরভিত্তিতে প্রণীত মূল্যায়ন রুব্রিক্সসহ ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলােড করাসহ সংশ্লিষ্ট সকল মাদ্রাসার ই-মেইলে প্রেরণ করা হলাে। ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টসমূহের কার্যক্রম ১৭ আগষ্ট ২০২১ তারিখ থেকে শুরু হবে।

এমতাবস্থায়, ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB)-এর পুনর্বিন্যাসকৃত ও সংশােধিত পাঠ্যসূচি মােতাবেক ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট (আল ফিকহ ১ম পত্র, ইসলামের ইতিহাস, তাজভিদ ১ম পত্র, পদার্থবিজ্ঞান ও রসায়ন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলােড করাসহ সংশ্লিষ্ট সকল মাদ্রাসার ই-মেইলে প্রেরণ করা হলাে।

২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গ্রিডসহ কভার পৃষ্ঠা প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

উল্লেখ্য ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক প্রেরিত ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিরভিত্তিতে প্রণীত প্রথম ০৩ (তিন) সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সংশােধিত গ্রিডসহ কভার পৃষ্ঠা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করেছে কতৃপক্ষ।

তৎপ্রেক্ষিতে অ্যাসাইনমেন্ট গ্রিডের নির্দেশনা মােতাবেক ২০২১ সালের আলিম পরীক্ষার ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। ১৮ আগষ্ট ২০২১ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইটে ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের নির্ধারিত বিষয় সমূহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে সংশ্লিষ্ট সকল মাদ্রাসার ই-মেইলে প্রেরণ করা হয়েছে।

২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB)-এর পুনর্বিন্যাসকৃত ও সংশােধিত পাঠ্যসূচি মােতাবেক ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট (আল ফিকহ ১ম পত্র, ইসলামের ইতিহাস, তাজভিদ ১ম পত্র, পদার্থবিজ্ঞান ও রসায়ন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্ট প্রদান এবং জমাগ্রহণে শিক্ষার্থীদের সর্বোতপ্রকার সহযােগিতা প্রদান করবেন। এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

২০২১ সালের আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড

আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহ আল ফিকাহ ১ম পত্র অ্যাসাইনমেন্ট ২০২১

আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহ আল ফিকাহ অ্যাসাইনমেন্ট ২০২১

স্তর: আলিম পরিক্ষা ২০২১, বিভাগ: সাধারণ, মুজাব্বিদ; বিষয়: আল ফিকাহ ‍১ম পত্র, বিষয় কোড: ২০৩, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: كتاب الحج باب القران والتمتع

অ্যাসাইনমেন্ট:  أقسام الحج: دراسة تفصيلية

শিখনফল/বিষয়বস্তু: الإفراد، والتمتع والقران

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): ভূমিকা এবং উপসংহার:-

;এর মধ্যে পার্থক্য  التمتع  এবং    الإفراد   এর পরিচয় ও   الإفراد  (ক)

(খ) التمتع এর পরিচয় ও التمتع এবং القران এর মধ্যে পার্থক্য;

(গ) القران এর পরিচয় ও القران এবং الإفراد এর মধ্যে পার্থক্য;

(ঘ) হজের উত্তমতা নিরূপণ;

আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহ তাজবিদ ১ম পত্র অ্যাসাইনমেন্ট ২০২১

আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহ তাজবিদ ১ম পত্র অ্যাসাইনমেন্ট ২০২১

স্তর: আলিম পরিক্ষা ২০২১, বিভাগ: মুজাব্বিদ; বিষয়: তাজবিদ ১ম পত্র, বিষয় কোড: ২৩২, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: تیسری فصل تجوید کے معنی تجوید کے اور ہونیکی واجب دلیل روشن کے بیان میں

অ্যাসাইনমেন্ট: কুরআন তিলাওয়াতে তাজবিদ শিক্ষা ও এর প্রয়ােগ একটি পর্যালােচনা

শিখনফল বিষয়বস্তু: তাজবিদের অর্থ ও গরুত্ব;

নির্দেশনা (সংকেত ধাপ/পরিধি):

১.তাজবিদের পরিচয়;

২.তাজবিদ শিক্ষার শরয়ী বিধান;

৩.তাজবিদ শিক্ষার গুরুত্ব ও প্রয়ােজনীয়তা;

৪.কুরআন তিলাওয়াতে তাজবিদের যথাযথ অনুসরণ করার ত্রুটি;

আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহ ইসলামের ইতিহাস অ্যাসাইনমেন্ট ২০২১

আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহ ইসলামের ইতিহাস অ্যাসাইনমেন্ট ২০২১

স্তর: আলিম পরিক্ষা ২০২১, বিভাগ: সাধারণ; বিষয়: ইসলামের ইতিহাস, বিষয় কোড: ২০৯, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়; সিরাতে রাসূল (স.);

অ্যাসাইনমেন্ট: ইসলামের প্রাথমিক যুদ্ধ হিসেবে বদর ও উহুদ-এর প্রভাব একটি বিশ্লেষণ;

শিখনফল/বিষয়বস্তু: যুদ্ধ ও শান্তিনীতি;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক) পটভূমিসহ বদর যুদ্ধের প্রত্যক্ষ ও পরােক্ষ কারণ;

খ) বদর যুদ্ধের ফলাফল;

গ) উহুদ যুদ্ধের কারণ ও ফলাফল;

ঘ) উহুদ যুদ্ধের শিক্ষা;

আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহ রসায়ন ১ম পত্র অ্যাসাইনমেন্ট ২০২১

আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট ২০২১

স্তর: আলিম পরিক্ষা ২০২১, বিভাগ: বিজ্ঞান; বিষয়: রসায়ন ১ম পত্র , বিষয় কোড: ২২৬, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-তৃতীয়; মৌলের পর্যায়বৃত্ত রাসায়নিক বন্ধন;

অ্যাসাইনমেন্ট: মৌলসমূহের শ্রেণিবিভাগ ও পর্যায়বৃত্ত ধর্ম;

শিখনফল/বিষয়বস্তু:

১। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকে শ্রেণিবিভাগ (s, p, d ও f-ব্লক)। করতে পারবে;

২। মৌলসমূহের বিভিন্ন ধর্মের পর্যায়বৃত্ততা ব্যাখ্যা করতে পারবে;

৩। আয়নিকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের (পরমাণুর আকার, উপস্তর, ইলেকট্রন বিন্যাস) প্রভাব বর্ণনা করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি):

ক) ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণির মৌলসমূহের শ্রেণিবিভাগ বর্ণনা;

খ) পর্যায় সারণির একই পর্যায়ের মৌলসমূহের আয়নিকরণ শক্তির পরিবর্তন ব্যাখ্যা;

গ) পর্যায় সারণির একই শ্রেণিতে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির পরিবর্তন ব্যাখ্যা;

ঘ) মৌলের তড়িৎ ঋণাত্বকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব ব্যাখ্যা;

আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহ পদার্থ বিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট ২০২১

আলিম পরীক্ষা চতুর্থ সপ্তাহ পদার্থ বিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট ২০২১

স্তর: আলিম পরিক্ষা ২০২১, বিভাগ: পদার্থ বিজ্ঞান; বিষয়: পদার্থ বিজ্ঞান ১ম পত্র, বিষয় কোড: ২২৪, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-চতুর্থ; নিউটনিয়ান বলবিদ্যা;

অ্যাসাইনমেন্ট: অ্যাসাইনমেন্ট শিরােনাম: নিউটনের গতিসূত্রগুলাের পারস্পারিক সম্পর্ক নির্ধারণ ও বিভিন্ন প্রকার বলের ক্রিয়া পর্যবেক্ষণ:-

Fig-1 এ একটি 30° কোণে আনত মসৃণ তল বেয়ে 50kg ভরের একটি ব্লককে দড়ি দিয়ে সমত্বরণে উঠানাে হচ্ছে;

(ক) ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র এঁকে দেখাও;

(খ) ব্লকটিকে স্থিরাবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কী কী গতিসূত্র কাজ করছে এবং কীভাবে প্রয়ােগ হচ্ছে? বিশ্লেষণ করাে;

(গ) মাঝামাঝি অবস্থানে পৌছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে, এই অবস্থায়ও ব্লকটির ওপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র এঁকে দেখাও;

(ঘ) আনত কোণের সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বলের কীরূপ পরিবর্তন হয় তা একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও;

(ঙ) আনত তলের কোণ বাড়িয়ে 45° করলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কারণ গাণিতিকভাবে নির্ধারণ করাে এই ক্ষেত্রে ঘর্ষণ বল 10 N;

(চ) ব্লকটি প্রায় শীর্ষের কাছাকাছি পৌছার পর বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়ােগকৃত বলের মান কমে 138N হয়; এ পর্যায়ে ব্লকটি সমত্বরণে নিচে নামতে থাকে; এই সমত্বরণ নির্ণয় করাে; নিচে নামার ক্ষেত্রে প্রথম 3 sec পর ব্লকটির বেগ কত হবে? এক্ষেত্রে ঘর্ষণ বল 7N ধরে নাও;

শিখনফল/ বিষয়বস্তু;

১। বলের সংগামূলক ধারণা ব্যাখ্যা করতে পারবে;

২। নিউটনের গতি সূত্রগুলাের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে;

৩। নিউটনের গতি সূত্রের ব্যবহার করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

 (ক) ও (গ) এর ক্ষেত্রে ব্লকের উপর ক্রিয়ারত সবগুলাে বলের উপাংশের ক্রিয়া ও প্রতিক্রিয়ার দিক দেখাতে হবে;

(ঘ) এর লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে কোণের অন্তত ৫টি গ্রহণযােগ্য মান নিতে হবে (15° – 75 এর মধ্যে মানগুলি নেয়া যেতে পারে।)

আলিম ২০২১ ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিভাগ ভিত্তিক পিডিএফ

সরকারি বেসরকারি সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুবিধার্থে ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিভাগ ভিত্তিক পিডিএফ আকারে প্রদান করা হলো।

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের সাধারণ, মুজব্বিদ মাহির ও বিজ্ঞান শাখার চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এক পাতায় বিভাগ ভিত্তিক পিডিএফ ডাউনলোড করে নিন।

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আপনার জন্য আরো কিছু তথ্য

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ