মাদ্রাসা শিক্ষা

করোনা: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের প্রতিষ্ঠানে থাকার নির্দেশ

সাম্প্রতিক সময়ে দেশে করোনা পরিস্থিতিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসময় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর মাঝেই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক ১৯ মার্চ ২০২০ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না অনেক শিক্ষক কর্মচারী।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-
করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর আওতাধীন মাদ্রাসা, পলিটেকনিক, ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল ও কলেজ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আওতাধীন সকল দপ্তর সংস্থায় কর্মরত সকল শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা প্রতিষ্ঠানের অবস্থান করে সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করবেন।

এ বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হয়েছে-

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর এমন সিদ্ধান্তে আপনি কি মতামত দিবেন নিচে কমেন্ট করে জানাবেন

কারিগরি ও মাদ্রাসা বিভােগের নোটিশটি দেখুন ডাউনলোড করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ