৭ম শ্রেণি ৯ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি ৭ম শ্রেণি ৯ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে- প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে উপস্থাপন, মানবদেহের যে যে অঙ্গাণু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি, প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন তৈরি করতে পারে সেই কোষের সচিত্র বর্ণনা।
৭ম শ্রেণি ৯ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
নবম সপ্তাহের সপ্তম শ্রেণির বাংলা প্রথমপত্র এসাইনমেন্ট এর সাথে বিজ্ঞান পাঠ্যবই এর একটি নির্ধারিত কাজ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিজ্ঞান পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন অধ্যায়ন করার পর দ্বিতীয় এসাইনমেন্ট সম্পন্ন করবে।
এর আগে সপ্তম শ্রেণীর চতুর্থ এসাইনমেন্ট এ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান পাঠ্যবই এর দ্বিতীয় এসাইনমেন্ট বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে সাদা ও সবুজ রঙ করার কারণ, শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া হওয়ার কারণ, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের গুরুত্ব নির্ধারণ করা হয়েছিল।
উপরে দেয়া টপিক এর উপরে তোমরা ক্লিক করে নির্ধারিত কাজ গুলো দেখতে পারবে এবং নমুনা উত্তর গুলো সাথে সাথে দেখতে পাবে।
নবম সপ্তাহের সপ্তম শ্রেণীর বিজ্ঞান পাঠ্যবই থেকে নির্ধারিত তৃতীয় এসাইনমেন্ট বিস্তারিত নিচের ছবিতে উল্লেখ করা হলো এবং এরপর আরও তথ্য দেয়া হলো।
শ্রেণী সপ্তম, বিষয়: বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নং: ২
অধ্যায়ন ও শিরোনামঃ দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন; পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট নম্বর ও বিষয়বস্তুঃ পাঠ ১ ও ২: একটি উদ্ভিদ কোষের বর্ণনা, পাঠ ৩ থেকে ৫: কোষ অঙ্গাণুগুলোর পরিচয়; পাঠ ৬ ও ৭: উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ; পাঠ ৮ ও ১০: প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ; পাঠ-১১: যোজক টিস্যু;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
- একটি প্রাণী কোষ ও একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে উপস্থাপন করো।
- মানবদেহের কোন কোন অঙ্গাণু পেশি ও অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করো এবং খাতায় লিখে।
- প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন তৈরি করতে পারে সেই কোষের সচিত্র বর্ণনা করো।
অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা সমূহঃ
- শিক্ষার্থীরা পোস্টার খাতায় উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র অংকন শিখবে।
- মানব দেহের প্রধান প্রধান অংশগুলো ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত তা জানতে পারবে।
- প্রাণী দেহের স্নায়ু কোষ সম্পর্কে ধারণা নিবে।
৭ম শ্রেণি ৯ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর। Class 7 9th Assignment Answer
সপ্তম শ্রেণির নবম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট এর প্রশ্ন সমূহ এর বাছাই করা নমুনা উত্তর প্রস্তুত করে তোমাদের জন্য দেয়া হলো।
একটি প্রাণিকোষ ও একটি উদ্ভিদকোষ এর চিহ্নিত চিত্র অংকন করে উপস্থাপন করা হলো-
তোমাদের সুবিধার্থে উদ্ভিদকোষ ও প্রাণিকোষের তুলনামূলক পার্থক্য নিচে লিখা হলো-
উদ্ভিদ কোষ | প্রাণী কোষ |
(1) কোষপ্রাচীর উপস্থিত। | (1) কোষপ্রাচীর অনুপস্থিত। |
(2) কোষপ্রাচীর দ্বারা আবৃত। | (2) প্লাজমা পর্দা দ্বারা আবৃত। |
(3) প্লাস্টিড উপস্থিত। | (3) প্লাস্টিড অনুপস্থিত। |
(4) বড় কোষগহ্বর থাকে। | (4) ক্ষুদ্র ক্ষুদ্র কোষগহ্বর থাকে। |
(5) নিজের আকার পরিবর্তন করতে পারে না। | (5) প্রায় সময় নিজের আকার পরিবর্তন করতে পারে। |
(6) সেন্ট্রিওল থাকে না। | (6) সেন্ট্রিওল থাকে। |
(7) লাইসোজোম খুবই কম থাকে। | (7) লাইসোজোম সবসময় উপস্থিত থাকে। |
(8) আকারে সাধারণত বৃহত্তর হয়। | (8) আকারে তুলনামূলক ছোট হয়। |
(9) নিউক্লিয়াস সাইটোপ্লাজমের এক কোণায় থাকে। | (9) নিউক্লিয়াস সাধারণত কেন্দ্রে থাকে। |
(10) গ্লাইঅক্সিজোম উপস্থিত থাকতে পারে। | (10) গ্লাইঅক্সিজোম অনুপস্থিত থাকে। |
পেশী (Muscle) হলো প্রাণীদেহের বিশেষ এক ধরনের নরম কিন্তু স্থিতিস্থাপক কলা যার উদ্দেশ্য প্রাণীর নড়ন, চলন ও বলপ্রয়োগে সহায়তা করা। প্রাণীদেহের অভ্যন্তরেও পেশীসমূহ অনেক গুরুত্বপূর্ণ কাজ পালন করে, যেমন হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ, পৌষ্টিকনালীর ভেতর দিয়ে খাদ্য পরিবহন, ইত্যাদি। ভ্রূণ মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে।
মানবদেহের যে যে অঙ্গাণু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করা হলো-
ঐচ্ছিক পেশি অঙ্গাণু :
যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে ও দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি, তাকে ঐচ্ছিক পেশি বলে। মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। এ পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে।
ঐচ্ছিক পেশি অঙ্গাণুর তালিকা-
১. হাত,
২. কনুই,
৩. হাতের আঙ্গুল,
৪. পা,
৫. হাঁটু,
৬. পায়ের আঙ্গুল ইত্যাদি।
অনৈচ্ছিক পেশি অঙ্গাণু :
যেসব পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত হয় না, তাদের অনৈচ্ছিক পেশি বলে। যেমন-
১. অন্ত্রের পেশি,
২, হৃৎপেশি।
প্রাণিদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সে কোষটি হলো স্নায়ু কোষ। স্নায়ুকোষের সচিত্র বর্ণনা করা হলো-
স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। মস্তিষ্ক কোটি কোটি স্নায়ুকোষ (নিউরন) দিয়ে তৈরি। এই একটি মাত্র মানব মগজে রয়েছে ১,০০০ কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল। আর এগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত রয়েছে তেমনি শত শত কোটি স্নায়ুতন্তু দিয়ে।
প্রতিটি নিউরনে তিনটি অংশ থাকে। যথা :
১. কোষদেহ,
২. ডেনড্রন এবং
৩. অ্যাক্সন।
নিউরন বা স্নায়ুকোষ তথা স্নায়ুকলার (Nervous Tissue) কাজ :
১. নিউরন বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে এবং তদনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে।
২. এটি মস্তিষ্কে যাবতীয় স্মৃতি সংরক্ষণ করে।
৩. এটি দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে।
৪. এটি পরিকল্পনা গ্রহণ করে এবং তার বাস্তবায়ন করে।
৫. উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে।
এই ছিল তোমাদের ৭ম শ্রেণি ৯ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর।
আরো দেখুন-
তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে।
তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো- গ্রুপ লিংক- facebook.com/groups/banglanoticeনিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।