৭ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত একপাতায় সববিষয় উত্তরসহ
৭ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে: কোভিড-১৯ মহামারীর এর কারণে বিদ্যালয় সমূহ বন্ধ থাকায় দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে সেই আলোকে সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের কার্যক্রমের আওতায় ৭ম (সপ্তম) শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের ষষ্ঠ অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রকাশ করা হয়েছে ০৩ ডিসেম্বর ২০২০; এর আগে সপ্তম (৭ম) শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট, ২য় অ্যাসাইনমেন্ট, ৩য় এস্যাইনমেন্ট, ৪র্থ এসাইনমেন্ট ও ৫ম এসাইনমেন্ট প্রকাশ করা হয়।
-
আরও দেখুন: মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত
৭ম (সপ্তম) শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পাঠ মূল্যায়নের লক্ষ্যে ৬ষ্ঠ সপ্তাহের এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশ করে ওয়েব সাইটে প্রকাশ করেছে মাউশি;
সপ্তম (৭ম) শ্রেণির বিষয় ভিত্তিক শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ বাংলা নোটিশ ডট কম এ প্রকাশ করা হল।
এই পোস্টের শেষে ৭ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট ধর্ম ভিত্তিক এক পাতায় পিডিএফ করে দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষি ও গার্হস্থ্য এর জন্য এক পাতা; শুধু ডাউনলোড করে প্রিন্ট করে শিক্ষার্থীদের বিতরণ করতে পারবেন।
সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের ষষ্ঠ এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ)
শ্রেণি: ৭ম, বিষয়: বাংলা, ৬ষ্ঠ এসাইনমেন্ট
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
- নির্মিত অংশ আবেদন পত্র/চিঠি
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
মনে কর, তুমি মাহিন/মােহনা। তােমার খেলার সাথী সাজিদ/সাজেদা করােনা ভাইরাসে আক্রান্ত হলে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ।
উত্তর দেখুন: বাংলা: ব্যক্তিগত চিঠির মূল কাঠামো ও করােনা ভাইরাসে মনের অবস্থা জানিয়ে চিঠি
মূল্যায়ন নির্দেশক:
- চিঠি লেখার নিয়মগুলাে মেনে লিখতে হবে;
- চিঠির বিষয়বস্তু সঠিকভাবে উল্লেখ করতে হবে;
- বাক্য গঠনে ও বানানে শুদ্ধতা থাকতে হবে;
শ্রেণি: ৭ম, বিষয়: গনিত, ৬ষ্ঠ এসাইনমেন্ট
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-৩
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
প্রশ্ন-০১: তােমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ, প্রস্থের এক তৃতীয়াংশ এবং তােমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে, প্রাপ্ত তথ্যগুলাে ব্যবহার করে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।
- (ক) পরিমাপকৃত বাহুগুলাের দ্বারা ত্রিভুজ অংকন কর।।
- (খ) দেখাও যে, অংকনকৃত ত্রিভুজের কোণগুলাের মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম।
- (গ) ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে, তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে।
উত্তর দেখুন: গণিত: সপ্তম শ্রেণির গণিত ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর সমাধান সহায়িকা
প্রশ্ন: ০২। তােমার ৩০ জন সহপাঠীর উচ্চতা (আসন্ন সেন্টিমিটারের মানে) সংগ্রহ কর এবং তা তােমার খাতায় লিপিবদ্ধ কর।
- (ক) উপাত্তগুলােকে মানের ক্রমানুসারে সাজাও।
- (খ) সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় কর।
উত্তর দেখুন: গণিত: সপ্তম শ্রেণির গণিত ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর সমাধান সহায়িকা
সংক্ষিপ্ত প্রশ্ন:
১. (- p + 6) এর বর্গ কত?
২. p + Q = 7 এবং p – q = 3 হলে 2(p2+q2) এর মান কত?
৩. 3a2bc, 5ab2d এবং a3cd2 এর ল.সা.গু কত?
৪. x3-25x এবং x2 + 2x -15 এর গ.সা.গু কত?
৫. (a – 3)2 – 2 (a – 3) (a + 3) + (a + 3)2 এর সরল মান কত?
৬. 49x2 + 4y2 এর সাথে কত যােগ করলে যােগফল পূর্ণবর্গ হবে?
৭. x2 – 4xy – 9z2 + 4y2 এর একটি উৎপাদক (x – 2y + 3z) হলে, অপরটি কত?
৮. নিচের কোনগুলাে সঠিক?
(i) (2x + 3y) (2x – 3y) = 4x2– 9y2
(ii)
(iii) (a + b)2+ 4ab = (a – b)2
৯. (x – y)2 = 29 হলে, (x + y)2 এর মান কত?
১০. x2 + 5x – 6 এর উৎপাদকে বিশ্লেষণ কত?
১১. 5 (x – 3) = 10 সমীকরণটির মূল কত?
১২. কোন বিধি অনুযায়ী 2x + 3 = 7x -5 কে 7x – 5 = 2x + 3 লিখা যায়?
১৩. (-1, 3 ) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
১৪. কোনাে বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষ রেখায়?
১৫. কোন সংখ্যা থেকে -6 বিয়ােগ করলে বিয়ােগফল -12 হয়?
উত্তর দেখুন: গণিত: সপ্তম শ্রেণির গণিত ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর সমাধান সহায়িকা
মূল্যায়ন নির্দেশক:
- ১। তথ্য ও উপাত্তের সাহায্যে ত্রিভুজ অংকন করতে পারা এবং ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারা।
- ২। আয়তলেখ তৈরি করে তা ব্যাখ্যা করতে পারা।
- সক্ষিপ্ত প্রশ্ন: বীজগণিতীয় সূত্রাবলী প্রয়ােগ করতে পারা
শ্রেণি: ৭ম, বিষয়: কৃষি শিক্ষা, ৬ষ্ঠ এসাইনমেন্ট
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
- চতুর্থ অধ্যায়: কৃষি ও জলবায়ু, পাঠ-১: কৃষি মৌসুম
- পঞ্চম অধ্যায়: কৃষিজ উৎপাদন, পাঠ-৩: বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: ১
- (ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?
- (খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?
- (গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী?
- (ঘ) মুরগির খামারে খাদ্য ও পানি কেনাে গুরুত্বপূর্ণ?
২। নির্ধারিত কাজ: কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করা।
পর্যবেক্ষণের বিষয় | গাছের বৈশিষ্ঠ্য |
ক. কী ধরনের উদ্ভিদ
খ. কাণ্ডের বৈশিষ্ঠ্য। গ. বীজের বর্ণ ঘ. ফুলের বর্ণ ঙ. কোথায় কোথায় চাষ হয়। চ. কেমন মাটিতে চাষ হয় |
ক.
খ. গ. ঘ. ঙ. চ. |
উত্তর দেখুন: কৃষি: ফসলের মৌসুম – রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য – কাঠাল গাছ
মূল্যায়ন নির্দেশক:
- বিষয়বস্তুর ধারণা প্রদান।
- ধারণার সঠিক ব্যাখ্যা প্রদান
- বিষয়বস্তুর সঠিক ধারণা সম্বলিত ৩টি পার্থক্য প্রদান
- কমপক্ষে ৪টি উদাহারণ
- বিষয়বস্তু ২টির ধারণা
- নিভূল তথ্যসহ বিশ্লেষণ
২. বিষয়বস্তু অনুযায়ী ছক পূরণ
শ্রেণি: ৭ম, বিষয়: গ্রাহস্থ্য বিজ্ঞান, ৬ষ্ঠ এসাইনমেন্ট
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
- ষষ্ঠ অধ্যায়: প্রতিবন্ধী শিশু
- অষ্টম অধ্যায়: খাদ্য উপাদান, পরিপাক ও শােষণ
- চতুর্থদশ অধ্যায়: পােশাকের পরিপাট্য ও ব্যক্তিত্ব
- পঞ্চদশ অধ্যায়: পােশাকের পরিচ্ছন্নতা
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
প্রশ্ন: ১. প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কীভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি-তা পাঠ্যপুস্তকের আলােকে লিখ।
২. প্রতিবেদন তৈরিকোভিড ১৯ মােকাবিলায় কোন কোন খাদ্য গােষ্ঠী হতে খাবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তােমার পরিবারের উপযােগী ৭ দিনের একটি তালিকা তৈরি করা।
সংক্ষিপ্ত প্রশ্ন: ৩
- ক. ব্যক্তিত্বের সাথে পােশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা কর;
- খ. কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ;
- গ. পশমি বস্ত্র ধৌতকরণে তুমি কী ধরণের সর্তকতা অবলম্বন করবে;
উত্তর দেখুন: সপ্তম শ্রেণী ষষ্ঠ অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান এর উত্তর সহায়িকা
মূল্যায়ন নির্দেশক:
কমপক্ষে ৪টি ধারণার উল্লেখ ধারণাসমূহের ব্যাখ্যা
- তালিকা পূরণের সঠিকতা • নির্ভুল তথ্য উপস্থাপন • তথ্য প্রদানে সততা
- ৩. ক) • বিষয়বস্তুর ধারণা • ধারণার ব্যাখ্যা প্রদান।
- বিষয়বস্তুর ধারণা ধারণার ব্যাখ্যা প্রদান সঠিক ৫টি নিয়ম উল্লেখ
- বিষয়বস্তুর ধারণা ধারণার ব্যাখ্যা প্রদান সঠিক ৫টি সতর্কতা উল্লেখ
আপনাদের জন্য ৭ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের ষষ্ঠ এসাইনমেন্ট প্রকাশিত এর এক পাতায় পিডিএফ করে দেওয়া হল। শুধুমাত্র ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।
৭ম শ্রেণির ৬ষ্ঠ এসাইনমেন্ট ডাউনলোড
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে [Join Now]
আপনার জন্য অন্যান্য ক্লাসের ৬ষ্ঠ এসাইনমেন্ট:
-
মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত
-
৬ষ্ঠ শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
-
৭ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
-
৮ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
-
নবম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
৬ষ্ঠএ্যাসাইমেন্ট ৭ম শ্রেণির গণিতের উত্তর
ALL