২০২০ সনের এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত জরুরি নির্দেশনা
২০২০ সনের এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান করেছে শিক্ষাবোর্ড; শিক্ষাবোর্ড এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০২০ সনের এসএসসি পরীক্ষা পরিচালনার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন-
চলমান ২০২০ সনের এসএসসি পরীক্ষা পরিচালনায় নিম্নোক্ত নির্দেশনাসমূহ যথাযথ বাস্তবায়নের জন্য অনুরােধ করা হয়-
১. নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের যথাযথভাবে চিহ্নিত করে শিক্ষাবর্ষ অনুযায়ী যে সিলেবাসের প্রশ্নে
পরীক্ষা দেওয়ার নির্দেশনা রয়েছে সে মােতাবেক প্রশ্নপত্র বিতরণ করতে হবে।
উল্লেখ্য ইংরেজি ১ম পত্র (বিষয় কোড-১০৭) বিষয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ২০১৭ সালের সিলেবাস এবং ২০১৬২০১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ২০২০ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে হবে।
২. নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের আসন বিন্যাস পৃথকভাবে ব্যবস্থা করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
৩. কোন কারণে পরীক্ষা আরম্ভ হতে বিলম্ব হলে অবশিষ্ট সময়ের সাথে বিলম্ব সময় যােগ করে পূর্ণ সময় পরীক্ষার্থীদের প্রদান করতে হবে।
বিষয়টি তাৎক্ষনিকভাবে পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে।
৪. বহুনির্বাচনী (MCQ) এবং রচনামূলক খাতার OMR এর উপর কোন রকম লেখা/দাগ দেয়া যাবে না।
৫. কোন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে ২ ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করে কক্ষ ত্যাগ করতে পারবে না।
যদি বিশেষ কারণে পরীক্ষা শেষ করে কক্ষ ত্যাগ করতে চায় তাহলে প্রশ্ন নিয়ে যেতে পারবে না। পরীক্ষা
শেষে প্রশ্নপত্রটি তাকে দেয়া যেতে পারে।
৬. কোন প্রকার মােবাইল ফোন নিয়ে কক্ষ পরিদর্শক কিংবা পরীক্ষা সংশ্লিষ্ট অন্য কেহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ
করতে পারবে না। কেন্দ্র সচিব একটি সাধারণ মােবাইল ফোন ব্যবহার করতে পারবে যা দিয়ে ছবি তােলা যায় না।
প্রকাশকারী কর্তৃপক্ষ: | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা |
প্রকাশের তারিখ: | ০৩-০২-২০২০ |
নোটিশটি ডাউনলোড করুন: | সরাসরি ওয়েবসাইট থেকে |
নোটিশের বিবরণ:
শিক্ষা, চাকুরি, ব্যবসা-বানিজ্য সংক্রান্ত নোটিশ, বিজ্ঞপ্তি, পরিপত্র, গ্যাজেট, ফরম ও ম্যানুয়াল দ্রুত সময়ে সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের বাংলা নোটিশ ডট কম প্রতিদিন একবার ভিজিট করুন;
এবং ফেসবুক প্রোফাইলে সাথে সাথে প্রকাশিত নিউজ পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;
প্রযুক্তি বিষয়ক বিভিন্ন তথ্য ও সহযোগিতা পাবেন টেকসাপোর্ট ডট কম এবং দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের লোগো ও বিভিন্ন আকর্ষনীয় ডিজাইন পাবেন মনোগ্রাম বিডি ডট কম;