প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে ভূয়া ওয়েবসাইট দিয়ে ঠকানো হচ্ছে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে ভূয়া ওয়েবসাইট দিয়ে ঠকানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কতা মূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অতিরিক্ত মহাপরিচালিত সোহেল আহমেদ।
০৪ ফেব্রুয়ারি ২০২১ প্রকাশিত মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ছবি ব্যবহার করে www.bprimaryschool.org নামে নকল/fake website পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
একটি অসাধু চক্র মাননীয় প্রধানমন্ত্রী ও মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ছবি ব্যবহার করে bprimaryschool.org নামে একটি নকল (fake) ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের জন্য তথ্য আহ্বান করেছে।
এই ওয়েবসাইটের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোন সম্পর্ক নেই। ইতােমধ্যে এ ওয়েবসাইটের বিরুদ্ধে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে যার নম্বর ১৪৫ তারিখ ০২/০২/২০২১।
এছাড়া এই নকল (fake) ওয়েবসাইটের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরােধ করা হয়েছে।
উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘােষণা অনুযায়ী ২০১৩ সালে ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে।
সার্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোন এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়ােজন হলে সরকার নিজ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ শিক্ষক নিয়ােগ করবে।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোন প্রস্তাব বিবেচনার কোন সুযােগ নেই।
বিভিন্ন সূত্রে জানা যায় যে, কোন কোন স্বার্থান্বেসী মহল বিদ্যালয় জাতীয়করণ করা হবে মর্মে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং কোন কোন ক্ষেত্রে অর্থ সংগ্রহ করছে যা সম্পূর্ণ অবৈধ এবং অনভিপ্রেত।
এ ধরনের ওয়েবসাইট (www.bprimaryschool.org) খােলা তারই বহিঃ প্রকাশ।
বর্ণিতাবস্থায়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররােচিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে এ বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করা হলাে।
উল্লেখিত ওয়েবসাইটটি ভিজিট করে দেখা যায়, তাদের নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তি রয়েছে তা হলো-
এতদ্বারা সকল বেসরকারী প্রাথমিক শিক্ষকদের জানানো যাচ্ছে যে,
বাংলার মহান নেতা বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ধাপে ৩২০০০(বত্রিশ হাজার) ও দ্বিতীয় ধাপে বাদ পড়া ৫০০০(পাঁচ হাজার) বিদ্যালয় জাতীয় করণ করেন।
তারই ধারা বাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব সরকার জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ্য ৪০ বৎসর পর ২০১৩ ইং সালের ৯ ই জানুয়ারী ঐতিহাসিক ঘোষনার মাধ্যমে ২৬১৯৩ টি বিদ্যালয় জাতীয়করণ করেন এবং বলেছেন ২৭/৫/২০১২ ইং এর পূর্বের সকল আবেদনকৃত বিদ্যালয় জাতীয় করণ করা হবে।
এমতাবস্থায় বাদ পড়া বিদ্যালয়ের সঠিক তথ্য এখন পাওয়া ও যায় নাই মন্ত্রনালয় প্রায় ৫৫০০ অধিদপ্তরে ১৩০০০ (তের হাজার) শিক্ষক সমিতি বলেন ৭০০০ (সাত হাজার)।
প্রকৃত তথ্য আসলে কত তাহা নির্ণয় ও সঠিক তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করার জন্য অন লাইনের মাধ্যমে বিদ্যালয়ের নাম দেওয়া হলো।
কিছু কুচকরি মোহল সরকারের বিরুদ্দে আন্দোলনের কথা বলেন এটা ঠিক হবেনা কারন মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বান্দব এমত তার কাছে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি যাদের তথ্য নাই অথবা গড়মিল পরিলক্ষিত হলে আগামী ০৩/০২/২০২১ থেকে ০৮/০২/২০২১ তারিখ এরমধ্যে সংশোধন সংযোজন করার জন্য বলা হলো।
বি: দ্র: অবৈধ কোন প্রকার লেনদেন করিবেন না যোগাযোগ – ০১৮২১৮০৪০৩০
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–