পুনরায় চালু হলো ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম
পুনরায় চালু হলো ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্তরের সরকারি বেসরকারি কলেজসমূহের অধ্যায়নরত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট পুনরায় চালু করা হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইট পুনরায় চালু হলো ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১৪ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত স্থগিত থাকার পর সরকারের সিদ্ধান্তের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পুনরায় এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করেছে।
শিক্ষার্থীরা পূর্বের ন্যায় অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে যথানিয়মে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে এবং শিক্ষকমন্ডলী অ্যাসাইনমেন্ট উল্লেখিত মূল্যায়ন রুবিক্স অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন পূর্বক তথ্য সংরক্ষণ করবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক এ্যাসাইনমেন্ট চালু করুন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষার্থীদের জন্য প্রণীত এসাইনমেন্ট সমূহ থেকে গ্রিড অনুযায়ী তৃতীয় সপ্তাহ পর্যন্ত এসাইনমেন্ট প্রদান করা হয়েছে।
কোভিড-১৯ এর সংক্রমণ রোধের সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে এ কার্যক্রম ১৪ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়। এই স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক ১৫ জুলাই ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথানিয়মে চালু থাকবে। এ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করা যাবে না।
অতএব কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করে এসাইনমেন্ট কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এ পর্যন্ত প্রকাশিত তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে দেয়া হলো। পুনরায় চালু হলো ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম।
তোমরা চাইলে নিচে এইচএসসি ২০২২ এর এসাইনমেন্ট দেখুন বাটনে ক্লিক করে এই পর্যন্ত প্রকাশিত এইচএসসি পরীক্ষা ২০২২ সালের জন্য প্রদানকৃত এসাইনমেন্ট সমূহ একসাথে দেখে নিতে পারবে এবং সেইসাথে এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যাবে।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।