মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১১ মার্চ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ কে বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে।
মাউশির প্রকাশিত বিজ্ঞপ্তি কে করোনাভাইরাস নিয়ে সচেতনতা অবলম্বন করার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতি পরামর্শ প্রদান করেছেন মাউশি।
“করোনাভাইরাস: সচেতন হোন, নিরাপদ থাকুন” শিরোনামের বিজ্ঞপ্তিটি নিচে হুবহু তুলে ধরা হলো-
উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে সরকার ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এ ভাইরাস সংক্রমণ রোধে সবার সর্তকতা ও সচেতনতা প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে এ পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হলো।
এ পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক ক্রীড়া ও অন্যান্য যে কোন অনুষ্ঠানসমূহে জনসমাগম হয় সে অনুষ্ঠানসমূহ আয়োজন এর সূচি পুনর্বিন্যাস করে পরবর্তীতে আয়োজনে নির্দেশনা দেওয়া হলো।
এছাড়া পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রত্যাহিক সমাবেশ শ্রেণিকক্ষ গুলোতে আয়োজন করতে হবে।
সেখানে জাতীয় সংগীত গাওয়া সহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইটে প্রকাশিত কোন ভাইরাসের তথ্য সম্বলিত নির্দেশনা ও পরামর্শ অনুসরণীয়।