কণিক সংক্রান্ত সমস্যার সমাধান – উচ্চতর গণিত ৩য় অ্যাসাইনমেন্ট
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে ষষ্ঠ অধ্যায় কৌণিক এর কণিক সংক্রান্ত সমস্যার সমাধানবিষয়ক এসাইনমেন্ট দেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় সপ্তাহের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট, বাছাই করা নমুনা উত্তর ও অন্যান্য বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করা হলো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২১ সালের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে রসায়ন বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট প্রকাশ করে তৃতীয় সপ্তাহে।
এইচএসসি পরীক্ষা ২০২১ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত
বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দেয়া হয় তৃতীয় সপ্তাহে। যা বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় কণিক থেকে নেওয়া হয়েছে।
এটি করতে গিয়ে শিক্ষার্থীরা প্যারাবোলার লেখচিত্র অঙ্কন করতে পারবে এবং শীর্ষবিন্দু উপকেন্দ্র ও নিয়ামক রাখা চিহ্নিত করতে পারবে, প্যারাবোলার উপকেন্দ্রিক লম্ব এর দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবে; উপবৃত্তের সমীকরণ শনাক্ত করতে পারবে, উপবৃত্তের সমীকরণ থেকে উপ কেন্দ্রিকতা নির্ণয় করতে পারবে, কেন্দ্র মূল বিন্দুর বিশিষ্ট হাইপার্বলা প্রমিত সমীকরণ শনাক্ত করতে পারবে এবং লিখতে পারবে, উপকেন্দ্র এবং দিকাক্ষের সংখ্যা হতে হাইপার্বলা সমীকরণ নির্ণয় করতে পারবে।
নিচের ছবিতে এইচএসসি পরীক্ষা ২০২১ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত বিস্তারিত দেখুন
বিষয়ঃ উচ্চতর গণিত ২য় পত্র, অ্যাসাইনমেন্ট নম্বর ০২, অধ্যায়-৬: কণিক
অ্যাসাইনমেন্টঃ কণিক সংক্রান্ত সমস্যা সমাধান
নির্দেশনা (সংকেত/ধাপ ও পরিধি):
ক) y2 = 4px – 12 প্যারাবােলাটি S বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় কর;
খ) চিত্রে প্রদর্শিত উপবৃত্তের নিয়ামকদ্বয়ের সমীকরণ নির্ণয় কর;
গ) SS’ বৃহৎ অক্ষ এবং ৪ উৎকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারবােলার সমীকরণ নির্ণয় কর;
ঘ) α = 18, β = 8 হলে (i) নং কণিকের প্রকৃতি নির্ণয় করে এর শীর্ষ বিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর;
ঙ) α = 9, β = -16 হলে (i) নং কণিকের প্রকৃতি নির্ণয় করে এর কেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় কর;
এইচএসসি পরীক্ষা ২০২১ তৃতীয় সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর
২০২১ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় সপ্তাহের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট পেপার এ উল্লেখিত নির্দেশনা সমূহ এবং মূল্যায়নের ধাপসমূহ অনুসরণ করে তোমাদের জন্য উচ্চতর গণিত তৃতীয় সপ্তাহের বাছাই করা একটি নমুনা উত্তর দেয়া হয়েছে। যার মাধ্যমে তোমরা কৌণিক সংক্রান্ত সমস্যার সমাধান খুব ভালোভাবে করতে পারবে এবং আশা করছি মূল্যায়নে সর্বোচ্চ ফলাফল পাবে।
কণিক সংক্রান্ত সমস্যার সমাধান – উচ্চতর গণিত ৩য় অ্যাসাইনমেন্ট
কণিক সংক্রান্ত সমস্যার সমাধান – উচ্চতর গণিত ৩য় অ্যাসাইনমেন্ট
এখান থেকে প্রাপ্ত নমুনা উত্তর অনুসরণ করে তোমরা নিজের মেধা ও মনন কি কাজে লাগিয়ে এইচএসসি পরীক্ষা ২০২১ তৃতীয় সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে।
আরো দেখুন-
তৃতীয় সপ্তাহে বিজ্ঞান বিভাগের অন্যান্য বিষয়ের অ্যাসাইনমেন্ট ও সমাধান বা উত্তর
[ninja_tables id=”10241″]২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহে অন্যান্য বিষয়ের অ্যাসাইনমেন্ট
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহে অন্যান্য নির্বাচনের বিষয়ে বাছাই করা সেরা উত্তর দেখার জন্য নিচে টেবিলটি অনুসরণ করুন-
[ninja_tables id=”10239″]প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।