১৫ তম সপ্তাহের জন্য ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, অর্থনীতি, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা এবং উচ্চতর গণিত পাঠ্য বই থেকে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। ১০ মার্চ ২০২২ বরাবরের মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে সকল শিক্ষা বোর্ডের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১৫ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়।
কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী ২০২২ এসএসসি ১৫ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে ১৩ মার্চ ২০২২ রোববার থেকে এবং এক সপ্তাহের মধ্যে এ সকল অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষার্থীরা পূর্বের মত শ্রেণি শিক্ষকের নিকট জমা দিবেন।
২০২২ এসএসসি ১৫তম অ্যাসাইনমেন্ট বিজ্ঞপ্তি
কোভিড-১৯ সরাসরি শ্রেণী কার্যক্রম করিয়ে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের মাঠের ঘাটতি পূরণের জন্য এনসিটিবি কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের ধারাবাহিকতায় ১৫ সপ্তাহের জন্য নির্ধারিত বিষয়সমূহের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে।
১৫ তম সপ্তাহে নির্ধারণ করা বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত জীবনে এবং পরীক্ষা প্রস্তুতি গ্রহণের সহযোগিতা করবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য এ্যাসাইনমেন্ট (বাংলা ও ইংরেজি ভার্সন) বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সকলের উদ্দেশ্যে বলা হয়-
কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৫তম সপ্তাহের জন্য এ্যাসাইনমেন্ট (বাংলা ও ইংরেজি ভার্সন) বিতরণ করা হলাে।
বিতরণকৃত অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
নিচের ছবিতে ২০২২ এসএসসি ১৫তম অ্যাসাইনমেন্ট বিজ্ঞপ্তি দেওয়া হল-

২০২২ এসএসসি ১৫তম অ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত
উচ্চতর গণিত পাঠ্যবইয়ের পিথাগোরাসের উপপাদ্যের ওপর ভিত্তি করে ১৫ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার ক্ষেত্রে শিক্ষার্থীরা পিথাগােরাসের উপপাদ্যের উপর ভিত্তি করে প্রদত্ত উপপাদ্যগুলাে প্রমাণ ও প্রয়ােগ করতে পারবে, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সম্পর্কিত উপপাদ্যগুলাে প্রমাণ ও প্রয়ােগ করতে পারবে, এবং টলেমির উপপাদ্য প্রমাণ ও প্রয়ােগ করতে পারবে।
নিচের ছবিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১৫ সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট বিস্তারিত দেয়া হল-

অ্যাসাইনমেন্টঃ সমবাহ △ ABC এর AD, BE, CF মধ্যমা এবং পরিব্যাসার্ধ 4 cm
ক) চিত্রে ভরকেন্দ্র, লম্ববিন্দু ও নবিন্দুবৃত্তের কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত কেন ব্যাখ্যা কর।
খ) △ ABC এর পরিসীমা নির্ণয় কর।
খ) টলেমির উপপাদ্য প্রয়ােগ করে PC এর দৈর্ঘ্য নির্ণয় কর।
ঘ) △ ABC এর অন্তঃবৃত্ত ও নববিন্দুবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে তুলনামূলক আলােচনা কর।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক) ভরকেন্দ্র, লম্ববিন্দু ও নববিন্দুবৃত্তের সংজ্ঞানুসারে বিন্দু চিহ্নত করবে এবং ব্যাখ্যা করবে।
খ) মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করবে।
গ) সর্বসমতা ব্যবহার করে PB = PC প্রমাণ করবে (টলেমির উপপাদ্য ব্যবহার করে PC এর দৈর্ঘ্য নির্ণয় করবে।)
ঘ) ব্যাসার্ধ ও বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করবে।
২০২২ এসএসসি ১৫তম অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা
এসএসসি কৃষিশিক্ষা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছদ থেকে ১৫ তম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে যেখানে শিক্ষার্থীরা উত্তমরুপে জমি প্রস্তুত না করে ফসল নির্বাচনী ভূমিক্ষয় এর একমাত্র কারণ এর পক্ষে বা বিপক্ষে অবস্থান করে যুক্তি উপস্থাপন করবে।
এটি লেখার সময় শিক্ষার্থীরা যেসকল শিখনফল অর্জন করবে তাহলো- ধাপ উল্লেখপূর্বক জমির প্রস্তুত পদ্ধতি বর্ণনা করতে পারবে, জমি প্রস্তুতির প্রয়ােজনীয়তা বিশ্লেষণ করতে পারবে, ভূমিক্ষয়, ভূমিক্ষয়ের কারণ ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, ভূমিক্ষয়ের ক্ষতিকারক দিকগুলাে বর্ণনা করতে পারবে, ভূমিক্ষয়ের কার্যকরী উপায়সমুহ বিশ্লেষণ করতে পারবে।
নিচের ছবিতে ২০২২ এসএসসি ১৫তম অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা দেখুন

অ্যাসাইনমেন্টঃ “উত্তমরুপে জমি প্রস্তুত না করে ফসল নির্বাচনই ভূমিক্ষয়ের একমাত্র কারণ” উক্তির পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তি উপস্থাপন;
নির্দেশনা (সংকেত/ধাপ): প্রথম অধ্যায়ের ২য় ও ৩য় পরিচ্ছেদ জমি প্রস্তুতি কী ও গুরুত্ব ভূমিক্ষয়ের সঙ্গা ভূমিক্ষয়ের প্রকার ভূমিক্ষয়ের কারণ বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে যুক্তি উপস্থাপন;
২০২২ এসএসসি ১৫তম অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান
চতুর্থ বিষয় হিসেবে গার্হস্থ্য বিজ্ঞান নির্বাচনকালীন শিক্ষার্থীদের জন্য ১৫ তম সপ্তাহে সঠিক পারিবারিক বাজেট পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বিধান করতে বক্তব্যের আলোকে একটি পারিবারিক বাজেট প্রণয়ন সম্পাদক নির্ধারণ করা হয়েছে।
এটি লিখতে গিয়ে শিক্ষার্থীরা বাজেটের ধারণা, বাজেট তৈরির নিয়ম বর্ণনা করতে পারবে এবং পরিবারের জন্য মাসিক বাজেট প্রণয়ন করতে পারবে। নিচের ছবিতে নির্দেশনাসহ ১৫ তম সপ্তাহে গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট দেয়া হলো।

অ্যাসাইনমেন্টঃ ‘সঠিক পারিবারিক বাজেট পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বিধান করতে।’ উক্ত বক্তব্যের আলোকে একটি মাসিক পারিবারিক বাজেট প্রণয়ন।
অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা বা সংকেতঃ পারিবারিক বাজেট প্রণয়নের ক্ষেত্রে এবং এই এসাইনমেন্টের বিষয়বস্তুর আলোকে শিক্ষার্থীদের নির্মুক্ত সংকেত অনুসরণ করা লাগবে-
ক. বাজেটের ধারণা,
খ. বাজেট এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা,
গ. সুষম ভাবে বাজেট তৈরির নিয়ম,
ঘ. একটি পরিবারের ( মাসিক আয় ৪০,০০০ টাকা, সদস্য সংখ্যা চারজন, মা, বাবা, তোমরা দুই ভাই বোন, দুইজনে স্কুলে পড়ালেখা করছো) জন্য মাসিক সুষম বাজেট প্রণয়ন;
ঙ. বাজেটটি সুষম কিনা তার পক্ষে যুক্তি প্রদর্শন;
২০২২ এসএসসি ১৫তম অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা

অ্যাসাইনমেন্টঃ তােমার বাসায় যেসকল কারুশিল্প রয়েছে, পেনসিলের মাধ্যমে সেগুলাের রেখাচিত্র অঙ্কন করে একটি পাের্টফোলিও তৈরি কর।
শিখনফল/বিষয়বস্তুঃ কারুশিল্পের সংজ্ঞা বলতে পারবে, গ্রামের পেশাজীবী কারুশিল্পী সম্পর্কে ধারণা পাবে, কারুশিল্পের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, কী কী উপকরণ দিয়ে কারুশিল্প তৈরি হয় জানতে পারবে, কারুশিল্পে যে ধরনের নকশা ব্যবহার হয় তা জানতে পারবে;
পাঠ্যবই, শ্রেণিশিক্ষক, ইন্টারনেটের মাধ্যমে জাতীয় জাদুঘর, সােনারগাঁয়ের লােকশিল্প জাদুঘর, আশপাশের প্রতিবেশী/ পরিবেশ, শিক্ষকের পরামর্শ, মা-বাবা, ভাইবােনদের সহযােগিতা)
(রেখাচিত্রগুলি অ্যালবাম করে পাের্টফোলিওর মাধ্যমে জমা দিবে)
এসএসসি পরীক্ষা ২০২২ ১৫তম অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১৫ তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উন্নত কোয়ালিটির ছবি সংযুক্ত করে পিডিএফ আকারে দেয়া হলো। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে তা খুব সহজেই ডাউনলোড করা যাবে এবং ভালভাবে প্রিন্ট করা যাবে।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
নিয়মিত প্রতি সপ্তাহে জন্য প্রকাশিত অ্যাসাইনমেন্ট সমূহ সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন। উত্তর লিখতে বিভিন্ন তথ্য ও সহযোগিতা পেতে বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে যোগ দিন।