২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১৪ তম সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ২ মার্চ ২০২২ তারিখে প্রকাশিত অ্যাসাইনমেন্ট এ রয়েছে গণিত ৪র্থ, রসায়ন ৩য়, হিসাব বিজ্ঞান ৩য়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩য় নির্ধারিত কাজ। বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য ২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট বিস্তারিত আলোচনা করা হলো।
এখান থেকে তোমরা এই সপ্তাহের জন্য নির্ধারিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের চৌদ্দতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত বিষয় সমূহ সম্পর্কে জানতে পারবে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম শিখবে এবং এগুলোর সমাধান করার জন্য নমুনা উত্তর পাবেন।
সহজে খুজে পেতে সূচীপত্র ব্যবহার করুন
- ২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট
- এসএসসি পরীক্ষা ২০২২ ১৪তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি
- ২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট গণিত
- ২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট রসায়ন
- ২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান
- ২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
- এসএসসি পরীক্ষা ২০২২ ১৪তম অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ১৪ তম সপ্তাহে নির্ধারিত দিন সমূহের অ্যাসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের পাঠ্যবইয়ের বিশেষ কিছু পাঠ থেকে শিখনফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের কিছু অতি প্রয়োজনীয় প্রশ্নের উত্তর লিখে দেয়া হয়েছে।
এইসকল উত্তর লেখার চর্চা করার মাধ্যমে শিক্ষার্থীরা গণিত বইয়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ, বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সেগুলো প্রয়োগ এবং বৃত্ত সম্পর্কিত বর্ণনা করা শিখতে পারবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রসায়ন পাঠ্যবইয়ের পর্যায় সারণিতে মৌলের অবস্থান সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা আর্থিক বিবরণী প্রস্তুত করা সংক্রান্ত বিষয়াদি অর্জন করবে। মানবিক বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করবে।
এসএসসি পরীক্ষা ২০২২ ১৪তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এনসিটিবি কর্তৃক নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে ১৪ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ প্রসঙ্গে ২ ফেব্রুয়ারি ২০২২ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য ১৪তম অ্যাসাইনমেন্ট (বাংলা ও ইংরেজী ভার্সন) বিতরণ বিজ্ঞপ্তিতে এই বছরের এসএসসি পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবগতির জন্য জানানো হয় যে-
কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৪তম অ্যাসাইনমেন্ট (বাংলা ও ইংরেজী ভার্সন) বিতরণ করা হলাে।
বিতরণকৃত অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
নিচের ছবিতে ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য ১৪তম অ্যাসাইনমেন্ট (বাংলা ও ইংরেজী ভার্সন) বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেওয়া হল-

২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট গণিত
১৪ তম সপ্তাহে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের গণিত বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে পাঠ্যবইয়ের জ্যামিতিক অংশের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য থেকে।
২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট গণিত সমাধান করতে গেলে শিক্ষার্থীরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে, বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে উপপাদ্যগুলাে প্রয়ােগ করতে পারবে, বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য বর্ণনা করতে পারবে।
নিচের ছবিতে ২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট গণিত ৪র্থ অ্যাসাইনমেন্ট দেওয়া হল-

স্তর: এসএস পরীক্ষা ২০২২, সপ্তাহ: ১৪তম, বিষয়ঃ গণিত, অ্যাসাইনমেন্ট ক্রমিক: ০৪
এ্যাসাইনমেন্টঃ
ক) একই আকারের (একই রকমের) ১০টি ১ টাকার কয়েন সংগ্রহ কর।
খ) এবার তােমার জন্য একটা খেলা রয়েছে। খেলার নিয়মগুলাে নিচে দেওয়া হলঃ
* একটি ১ টাকার কয়েন একটি কাগজের মাঝামাঝি স্থানে রাখাে। এই কয়েনটিকে চিত্রে ‘ক’ দিয়ে চিহ্নিত করা হয়েছে।
* এরপর ‘ক দিয়ে চিহ্নিত কয়েনটির চারপাশে চিত্রের মতাে করে আরাে। কয়েকটি কয়েন বসাতে হবে যেন প্রত্যেকটি কয়েন তার দুইপাশের ২টি কয়েনকে স্পর্শ করে এবং অবশ্যই ‘ক চিহ্নিত কয়েনকে স্পর্শ করে।
(অনেকটা ক্যারম বাের্ডে গুটি সাজানাের মতাে উদাহরণস্বরূপ চিত্রে দেখা যাচ্ছে, ২’ লেখা কয়েনটি বসানাে হয়েছে এমনভাবে যেন সেটি তার পাশের ১’ ও ‘৩’ দিয়ে চিহ্নিত কয়েন দুইটিকে স্পর্শ করেছে এবং ‘ক’ চিহ্নিত কয়েনকে স্পর্শ করেছে।
* একটি একটি করে কয়েন বসাও এবং উপরের শর্ত মেনে ‘ক চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসানাে যায় সেটি নির্ণয় কর এবং সেই অনুসারে চিত্রটি সম্পূর্ণ কর।
এ্যাসাইনমেন্ট সমাধান করার নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১। চিত্রের যেকোনাে একটি কয়েনের কেন্দ্র নির্ণয় কর। (কয়েনের পরিধিতে যেকোনাে তিনটি বিন্দু নিয়ে দুইটি জ্যা আঁকবে। অতপর জ্যাদ্বয়ের লম্ব সমদ্বিখন্ডক আঁকবে।)
২। প্রমাণ কর যে, যেকোনাে দুইটি কয়েনের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। (কয়েনদ্বয়ের স্পর্শ বিন্দুতে তীর্যক সাধারণ স্পর্শক আঁকতে হবে। কেন্দ্রদ্বয়ের সংযােজক সরলরেখা স্পর্শ বিন্দুগামী।)
৩। একটি কয়েনের চারপাশে কয়েনটিকে স্পর্শ করে ঠিক একই আকারের কয়টি কয়েন বসানাে যাবে তা জ্যামিতিকভাবে নির্ণয় কর। (১নং ও ২নং কয়েনের কেন্দ্র ‘ক’ কয়েনের কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে।)
৪। যেকোনাে কয়েনের পরিধিতে A, B, C, D চারটি বিন্দু এমনভাবে স্থাপন কর যেন, এ B || DC হয়।। প্রমাণ কর যে, এ D = BC (সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণের বৈশিষ্ট্য চিন্তা কর।)
এসএসসি পরীক্ষা ২০২২ ১৪তম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট এর একটি নমুনা উত্তর বা সমাধান দেখুন। অথবা ৩টি বাছাই করা উত্তর থেকে আপনার পছন্দের টা বেছে নিতে এখানে ক্লিক করুন।
২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট রসায়ন
১৪ তম সপ্তাহে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন বইয়ের পর্যায় সারণী থেকে একটি নির্ধারিত কাজ দেওয়া হয়েছে। এটি সম্পন্ন করতে গিয়ে শিক্ষার্থীরা পর্যায় সারণিতে কোনাে মৌলের অবস্থান জেনে এর ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা করতে পারবে, মৌলসমূহের বিশেষ নামকরণের কারণ বলতে পারবে, পর্যায় সারণির একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধর্ম প্রদর্শন করতে পারবে, এবং পর্যায় সারণি অনুসরণ করে মৌলসমূহের ধর্ম অনুমানে আগ্রহ প্রদর্শন করতে পারব।
নিচের ছবিতে এসএসসি পরীক্ষা ২০২২ এর ১৪তম সপ্তাহে নির্ধারিত রসায়ন ৩য় অ্যাসাইনমেন্ট দেওয়া হল-

স্তর: এসএস পরীক্ষা ২০২২, সপ্তাহ: ১৪তম, বিষয়ঃ রসায়ন, অ্যাসাইনমেন্ট ক্রমিক: ০৩
অ্যাসাইনমেন্টঃ

এখানে পর্যায় সারণির একটি খণ্ডিতাংশ দেখানাে হয়েছে। টেবিলে উল্লিখিত মৌলসমূহের অধাতব ধর্ম, আয়নিকরণ শক্তি ও তড়িৎঋণাত্বকতার ক্রমেরপৰ্যায় ও গ্রুপভিত্তিক ব্যাখ্যা এবং ক্ষারধাতুসমূহের যৌগ যে একইরকম বিক্রিয়া প্রদর্শন করে তার যৌক্তিকতা নিপন কর।
নির্দেশনা/সংকেতঃ
ক. টেবিলে উল্লিখিত যেকোনাে একটি পর্যায় ও একটিপের ধাতব ধর্ম ব্যাখ্যা;
খ. টেবিলে উল্লিখিত যেকোনাে একটি পর্যায় ও একটি গ্রুপের আয়নিকরণ শক্তি ব্যাখ্যা;
গ. টেবিলে উল্লিখিত যেকোনাে একটি পর্যায় ও একটি গ্রুপের তড়িৎঋণাত্বকতা ব্যাখ্যা;
ঘ. টেবিলে উল্লিখিত ক্ষারধাতুসমূহের যৌগের একই রকম বিক্রিয়া প্রদর্শন করার কারণ ব্যাখ্যা;
ঙ. পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়ের আলােকে প্রতিবেদন লিখা;
চ. পাঠ্যবইয়ের চতুর্থ অধ্যায়ের আলােকে প্রতিবেদন লিখা;
১৪ম সপ্তাহে রসায়ন ৩য় অ্যাসাইনমেন্ট এর একটি নমুনা সমাধান পেতে এখানে ক্লিক করুন অথবা ৩টি বাছাই করা উত্তর থেকে আপনার পছন্দের উত্তর বেছে নিতে এখানে ক্লিক করুন।
২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান পাঠ্যবইয়ের আর্থিক বিবরণী প্রস্তুত কালীন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এর প্রয়োগ পর্যন্ত একটি অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে।
হিসাব বিজ্ঞান তৃতীয় এসাইনমেন্ট সম্পন্ন করতে গিয়ে শিক্ষার্থীরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এর ধারণা বর্ণনা করতে পারবে এবং লাভ-ক্ষতি পরিমাপ ও আর্থিক বিবরণী প্রস্তুত কালীন মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সমূহ যথাযথভাবে প্রয়োগ করতে শিখবে।
নিচের ছবিতে ২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান দেওয়া হল-

স্তর: এসএস পরীক্ষা ২০২২, সপ্তাহ: ১৪তম, বিষয়ঃ হিসাব বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট ক্রমিক: ০৩
অ্যাসাইনমেন্ট: আর্থিক বিবরণী প্রস্তুতকালে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রয়ােগ
সহায়ক তথ্য: ২০১৭ সালে ‘বােরহান এন্টারপ্রাইজ নামের ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ:
১। ব্যবসায়ে মূলধন বিনিয়ােগ ৫,৮০,০০০ টাকা।
২। যন্ত্রপাতি ক্রয় ১,৭০,০০০ টাকা।
৩। ব্যাংক থেকে ঋণগ্রহণ। ৩,৭৫,০০০ টাকা।
৪। পণ্য ক্রয় ৮,০০,০০০ টাকা।
৫। কর্মচারীর বেতন প্রদান ২,৮০,০০০ টাকা।
৬। বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান ৫,০০০ টাকা।
৭। উপভাড়া প্রাপ্তি ২৫,০০০ টাকা।
৮। বিনিয়ােগ হতে মুনাফা প্রাপ্তি ২৪,০০০ টাকা।
৯। ভাড়া প্রদান ৩০,০০০ টাকা (যার মধ্যে ৬,০০০ টাকা ২০১৮ সালের জন্য)।
১০। কমিশন প্রাপ্তি ৩৫,০০০ টাকা (যার মধ্যে ৫,০০০ টাকা ২০১৬ সালের জন্য)।
১১। পণ্য বিক্রয় ১৭,৮৫,০০০ টাকা।
১২। মালিকের ব্যক্তিগত প্রয়ােজনে উত্তোলন ৮,৫০০ টাকা।
নির্দেশনা (সংকেত/ধাপ/ পরিধি):
ক. মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা।
খ. মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি, আয় ও ব্যয়ের ধারণা।
গ. সংযুক্ত লেনদেনগুলাে থেকে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়।
ঘ. সংযুক্ত লেনদেনগুলাে থেকে বছরান্তে মালিকানা স্বত্বের পরিমাণ নিরূপণ।
২০২২ এসএসসি ১৪তম সপ্তাহে হিসাব বিজ্ঞান ৩য় অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর পাওয়ার জন্য এখানে ক্লিক করুন এবং ৩টি উত্তর থেকে আপনার পছন্দের উত্তর দেখতে এখানে ক্লিক করুন।
২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্য বইয়ের ৩য় অ্যাসাইনমেন্ট হিসেবে ১৪ তম সপ্তাহে চতুর্থ অধ্যায়: প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (খ্রিষ্টপূর্বাব্দ
৩২৬-১২০৪ খ্রি.) থেকে একটি কাজ দেওয়া হয়েছে।
এটি সমাধান করার সময় শিক্ষার্থীরা প্রাচীন বাংলার রাজনৈতিক চর্চায় তৎকালীন গুরুত্বপূর্ণ রাজবংশ সমূহের অবদান সম্পর্কে ইতিবাচক ধারণা পােষণ করতে সক্ষম হবে, গুরুত্বপূর্ণ রাজবংশগুলাে সম্পর্কে ধারণা লাভ করে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস ধারাবাহিকভাবে জানতে সক্ষম হব, দক্ষিণ-পূর্ব বাংলার রাজ্যসমূহ সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে অবহত হতে পারবে।
নিচের ছবিতে ২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা দেওয়া হলো-

স্তর: এসএস পরীক্ষা ২০২২, সপ্তাহ: ১৪তম, বিষয়ঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, অ্যাসাইনমেন্ট ক্রমিক: ০৩
অ্যাসাইনমেন্টঃ রাজনৈতিক চর্চায় প্রাচীন বাংলার উল্লেখযােগ্য রাজবংশ সম্পর্কে একটি প্রবন্ধ উপস্থাপন কর।
নির্দেশনা সংকেত/ধাপ/পরিধি):
১. প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশসমূহের নাম। ধারাবাহিকভাবে উল্লেখ (খ্রিষ্টপূর্বাব্দ ৩২৬-১২০৪ খ্রিষ্টাব্দ);
২. প্রাচীন বাংলার উল্লেখযােগ্য শাসকদের অবদান বর্ণনা;
৩. দক্ষিণ-পূর্ব বাংলার রাজ্যসমূহের উল্লেখ;
৪. প্রাচীন বাংলার শাসনব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ;
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২০২২ এসএসসি ১৪তম অ্যাসাইনমেন্ট সমাধান পেতে এখানে ক্লিক করুন এবং বাছাই করা ৩টি সমাধান থেকে ১টি বেছে নিতে এখানে ক্লিক করুন।
এসএসসি পরীক্ষা ২০২২ ১৪তম অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১৪ তম সপ্তাহে এর সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করার জন্য নিচের বাটনে ক্লিক করুন।
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন;
আপনার জন্য আরও কিছু তথ্যঃ