ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে ২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের Online এ ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী ১১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার অনলাইন ফরম ফিলাপ করার নির্দেশনা প্রদান করা হয়।
৩০ নভেম্বর ২০২১ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ২০২১ সালের জেএসসি ফরম ফিলাপ প্রসঙ্গে।
২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের Online এ ফরম পূরণের বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা এর আওতাধীন সকল বিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে শিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং ৩৭.০০. ০০০০.০৭১.০৯.০০১.১৭-৬২৩, তারিখ- ০৪/১১/২০২১ এর পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে, করােনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানাে কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে।
২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে প্রস্তুতকৃত ফলাফলের ভিত্তিতে বাের্ড থেকে উত্তীর্ণ সনদ প্রদানের জন্য আগামী ১১/১২/২০২১ থেকে ২০/১২/২০২১ তারিখের মধ্যে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরমপূরণের জন্য নির্দেশ প্রদান করা হলাে।
শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার উত্তীর্ণ-সনদ প্রদানের লক্ষ্যে Online এ ফরম পূরণের নিয়মাবলি নিম্নে উল্লেখ করা হলাে-
১। Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (probable list) প্রদর্শন: শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এ ০৭/১২/২০২১ তারিখে দেয়া হবে।
উক্ত সম্ভাব্য তালিকা হতে ১১/১২/২০২১ থেকে ২০/১২/২০২১ তারিখের মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে।
(ক) প্রতিষ্ঠানসমূহকে ঢাকা বাের্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS/eFF এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে উত্তীর্ণ শিক্ষার্থী ১elect করতে হবে।
(খ) উক্ত হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত শিক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত Probable list থেকে ১elect করতে হবে।
(গ) Temporary List Print করে ভালভাবে যাচাই/বাছাই করে প্রয়ােজন হলে ১elect/ Unselect করা যাবে।
(ঘ) Final Candidate List Print করে প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন।
(ঙ) Final submit বাটন এ ক্লিক করে অবশ্যই Final submit করতে হবে। অন্যথায় ফরম পূরণ সম্পূর্ণ হবে না ।
(চ) Final submit সম্পূর্ণ না হলে উত্তীর্ণ-সনদ দেয়া হবে না।
২। ফরম পূরণ করতে কোন ‘ফি’ প্রয়ােজন হবে না।
৩। ফরমপূরণে ব্যর্থ শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে অর্থাৎ নবম শ্রেণিতে ভর্তি ও রেজিষ্ট্রেশন করার সুযােগ পাবে।
নিচের ছবিতে ২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের Online এ ফরম পূরণের বিজ্ঞপ্তি দেখুন

সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।