‘লকডাউন’ বাড়ল এক সপ্তাহ! মাস্ক না পরলে বেতের বাড়ি!: মাস্ক পরলে করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকা যায়, এ কথা সবারই জানা। তবে এখন থেকে মাস্ক পুলিশের ‘বেতের বাড়ি’ও ঠেকাবে। ঘরের বাইরে, জনসমাগমস্থলে সবার মুখে মাস্ক নিশ্চিত করতে সরকার এমন বিধান আরোপের কথাই ভাবছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানুষকে শুধু সচেতনতার কথা বলে মাস্ক পরানো যাচ্ছে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরার বিকল্পও নেই। তাই মাস্ক না পরলে শাস্তির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে বেতের বাড়ির বিধান আরোপ করা হতে পারে। আজ-কালের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে দোকানপাট খোলা রেখেই চলমান বিধি-নিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত কয়েক দিন ধরে গণপরিবহন খুলে দেওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, করোনাভাইরাসের ভারতীয় ধরনের (ইন্ডিয়ান ভেরিয়েন্ট) জন্য সরকার সে সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। আপাতত গণপরিবহন খুলছে না। ঈদের আগে খুলবে কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
গতকাল সোমবার মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্ত হয়। বৈঠকে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত কিভাবে করা যায়, তা নিয়ে আলোচনা হয়। মাস্ক না পরলে তাত্ক্ষণিক কী শাস্তি দেওয়া যায়, ওঠে সে কথাও। তখন বেতের বাড়ির প্রস্তাব করেন একজন। কিন্তু প্রচলিত আইনে বেতের বাড়ি দেওয়ার সুযোগ নেই। এর পরিপ্রেক্ষিতে আরেকজন আলোচক প্রয়োজনে আইনি সুযোগ তৈরির প্রস্তাব করেন। তিনি বলেন, ‘বর্তমান যে পরিস্থিতি, এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। মানুষকে শুধু সচেতনতার কথা বলে মাস্ক পরানো যাচ্ছে না, যাবেও না। আমরা প্রকাশ্যে যতই বলি মাস্ক পরতে হবে, মানুষ কিন্তু তা মানছে না। তাই শাস্তির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’
খবরটি বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–