মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ডিসেম্বর ২০২১ মাসের এমপিও ছাড় করেছে কর্তৃপক্ষ। ০২ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষকদের ডিসেম্বর ২০২১ মাসের এমপিও ছাড় দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর-২০২১ মাসের বেতন-ভাতা’র চেক হস্তান্তর প্রসঙ্গে বা এমপিও ছাড় সংক্রান্ত বিজ্ঞপ্তিতে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকে ০৮ টি চেক দেওয়া হয়েছে মর্মে জানানো হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা স্ব স্ব একাউন্টে জমা হওয়া বেতন-বিল আগামী ০৬/০১/২০২২ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে ডিসেম্বর ২০২১ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের ডিসেম্বর ২০২১ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ০৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সােনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা বিজ্ঞপ্তি পেতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন-
নিচের ছবিতে বেসরকারি শিক্ষকদের ডিসেম্বর ২০২১ মাসের এমপিও ছাড় হওয়ার বিজ্ঞপ্তি দেখুন

আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।