ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনা গ্রামে নামাজ পড়ে আসার সময় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও গ্রামের হাসান মেম্বারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম (৬৫) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়ার সিদ্দিক আলীর ছেলে। বাবাকে হত্যার অভিযোগে নূর ইসলামের ছেলে হাসিবুল ইসলাম ওরফে হাসুকে (৩২) আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রোববার ছেলে হাসিবুল ইসলামের সঙ্গে তার বাবার বাকবিতণ্ডা হয় পারিবারিক কারণে। এর জেরে এই হত্যাকাণ্ড হতে পারে।
পুলিশ জানায়, সোমবার ভোর রাতে ফজরের নামাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন নূর ইসলাম। এই সময় হাসিবুল ইসলাম বাবার পথরোধ করে এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হাসিবুল পালিয়ে যায়।
খবরটি বিস্তারিত পড়ুন
আপনার জন্য আরও কিছু খবর:
বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক পত্রিকার গুলোর সর্বশেষ শিরোনাম সবার আগে আপনার ফেসবুক টাইমলাইনে পেতে আমাদের পেইজটি লাইক ও ফলো করে রাখুন।
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।