ঢাকায় যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান এবং তাঁর বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্ণ হয়েছে রোববার। তাঁদের স্মরণ করে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে সাহসী কাজের পাঁচ বছর আগে মানবাধিকারকর্মী জুলহাস মান্নান এবং তাঁর বন্ধু মাহবুব রাব্বী তনয়কে হত্যা করা হয়েছিল। তাঁরা এমন একটি পৃথিবী গড়তে চেয়েছিলেন, যেখানে সবাই সমান মর্যাদা নিয়ে বাঁচতে পারেন।
‘এই দিনে আমি তাঁদের স্মরণ করছি। তাঁদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’