২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এইচএসসি ২০২২ ১০ম সপ্তাহ হিসাববিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট প্রশ্ন প্রকাশিত হয়েছে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা ১০ম সপ্তাহের হিসাববিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট সমাধান করে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। চলমান Covid-19 মহামারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাস কৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়ন এর আওতায় আনার জন্য ১০ম সপ্তাহ হিসাববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। এই আর্টিকেলে এইচএসসি ২০২২ ১০ম সপ্তাহ হিসাববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান দেয়ার চেষ্টা করবো।
এইচএসসি ২০২২ ১০ম সপ্তাহ হিসাববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট


হিসাববিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্ট এর কাজ : রেওয়ামিল প্রস্তুতকরণ ও অশুদ্ধি সংশোধন:
সততা ট্রেডার্স এর ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:
নগদ ৩৬,০০০টাকা; মূলধন ৩,০০,০০০টাকা, উত্তোলন ৩০,০০০ টাকা; প্রাপ্য হিসাব ৯০,০০০টাকা; প্রদেয় হিসাব ৩৬,০০০টাকা; ব্যাংক জমা ৩০,০০০টাকা; অনুপার্জিত আয় ১০,০০০টাকা; প্রদেয় নোট ৩৫,০০০টাকা; উপভাড়া ৪,০০০টাকা; দায়মুক্ত ভূমি ১,০০,০০০টাকা; সম্ভাব্য দায় ৩,০০০টাকা; প্রারম্ভিক মজুদপণ্য ৩৫,০০০ টাকা; বিজ্ঞাপন ৩৬,০০০টাকা; পণ্য ক্রয় ১,০০,০০০; ক্রয় ফেরত ৫,০০০টাকা; বিক্রয় ২,৫০,০০০টাকা; ১০% বিনিয়োগ ৪০,০০০টাকা; প্রাপ্য নোট ১২,০০০টাকা; অফিস সরঞ্জাম ১,০৩,০০০; সমাপনী মজদুপণ্য ৪০,০০০; বিক্রিত পণ্যের ব্যয় ৯০,০০০; প্রাপ্য সুদ ৮,০০০।
রেওয়ামিল প্রস্তুতের পর নিম্নোক্ত ভুল ধরা পড়ে :
- ১. অফিস সরঞ্জাম ক্রয় ১০,০০০ টাকা দ্বারা ভুলক্রমে পণ্য ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে।
- ২. বিক্রয় হিসাবের ব্যালেন্স নির্ণয়ে বেশি দেখানো হয়েছে ১০,০০০ টাকা।
- ৩. ক্রয় হিসাবের ব্যালেন্স নির্ণয়ে কম দেখানো হয়েছে ১০,০০০ টাকা।
নির্দেশনা:
- T ছক পরিহার করতে হবে,
- রেওয়ামিলের অনিশ্চিত হিসাবে উদ্ধৃত নিয়ে আরম্ভ করতে হবে,
- ছক ও উদাহরণসহ বর্ণনা করো।
এইচএসসি ২০২২ ১০ম সপ্তাহ হিসাববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান





এটিই তোমাদের হিসাববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান।
আরো দেখুন-
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।